School Reopening: কবে খুলছে স্কুল?

School Reopening: কবে খুলছে স্কুল?


School Reopen





করোনার দাপটের শুরু থেকেই বন্ধ স্কুল কলেজ। সম্প্রতি, স্কুল খোলা নিয়ে সরব হয়েছে ছাত্র ছাত্রী, অভিভাবক অভিভাবিকা থেকে শিক্ষক শিক্ষিকা এবং বিশিষ্ট ব‍্যক্তিরা। পূজোর আগে রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায় পূজোর পর স্কুল খোলার কথা ঘোষনা দিয়েছিলেন। সেই মতো প্রস্তুতিও নিচ্ছিল বিকাশ ভবন এমনটাই জানানো হয়েছিল।




সূত্রের খবর, দুর্গাপুজো মিটতেই স্কুল মেরামতির জন্য টাকা বরাদ্দ করেছে বিকাশ ভবন। প্রতিটি স্কুলকেই সেই টাকা দেওয়া হচ্ছে। মোট ৬৪৬৮টি স্কুল টাকা পাচ্ছে মেরামতির জন‍্য। স্কুল মেরামত করতে কত টাকা লাগতে পারে সে বিষয়ে জেলাশাসকদের খরচের তালিকা ১৫ই সেপ্টেম্বরের মধ‍্যে পৌঁছে গিয়েছিল।




বর্তমান কোভিড পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো ফলে কার্যত স্কুল খোলার দাবি জোড়ালো হচ্ছে। মুখ‍্যমন্ত্রীর ঘোষনা মতো হলে আগামী নভেম্বর থেকেই খুলবে স্কুল। তবে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি। স্কুল মেরামতিতে বিকাশ ভবনের তৎপরতা আঁচ দিচ্ছে খুব শীঘ্রই খুলতে পারে স্কুল।




কিন্তু এদিকে পূজোর পর ফের মাথাচাড়া দিয়েছে করোনা সংক্রমণ। ঊর্ধ্বমূখী সংক্রমণের জেরে সতর্ক থাকা জরুরী। সেক্ষেত্রে দুর্গাপুজো শেষ হলেই আদৌ স্কুল খুলবে কিনা, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

5 মন্তব্যসমূহ

thanks