WB BY ELECTION: সাত কেন্দ্রীয় মন্ত্রী আসছে উপনির্বাচনে বিজেপির প্রচারে





পূজো বেরোলোই  ৩০ ই অক্টোবর রাজ‍্যের চারটি বিধানসভা কেন্দ্র দিনহাটা, খড়দহ, গোসাবা, শান্তিপুরে উপনির্বাচন। আজই ছিল নমিনেশন জমা দেওয়ার শেষ তারিখ। আর আজই বিজেপির তরফে  প্রচারে তারকাদের নাম প্রকাশ করা হল। 




সেই তালিকার প্রথমেই রয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তালিকায় রয়েছেন ৭ কেন্দ্রীয় মন্ত্রী। সাত কেন্দ্রীয় মন্ত্রী হলেন স্মৃতি ইরানি, গিরিরাজ সিং, সুভাষ সরকার, জল বার্লা, নিশীথ প্রামাণিক, প্রতিমা ভৌমিক, শান্তনু ঠাকুর। 



তারকা প্রচারকদের তালিকায় নাম রয়েছে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মারও। এছাড়াও আছেন সাংসদ দিলীপ ঘোষ, বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), অমিতাভ চক্রবর্তী, দেবশ্রী রায়, রূপা গঙ্গোপাধ্যায়, অগ্নিমিত্রা পল, লকেট চট্টোপাধ্যায়-সহ অন্যান্যরা।