PM Kisan FPO Yojana : এবার কৃষকরা পেয়ে যাবেন ১৫ লক্ষ টাকা
কৃষকদের জন্য সুখবর; এবার কৃষকরা পেয়ে যাবেন ১৫ লক্ষ টাকা। কীভাবে মিলবে ১৫ লক্ষ টাকা জেনে নিন।
এটা কৃষকদের জন্য বড় সুখবর বলাই যায় ৷ দেশের কৃষকেদর আয় দ্বিগুণ করার উদ্দেশ্যে কেন্দ্র সরকারের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে ৷ নয়া কৃষি আইন নিয়ে আসার পর এবার কৃষিকে বড় ব্যবসার রূপ দেওয়ার জন্য কৃষকদের উপহার দিতে চলেছে সরকার।
সরকার এবার থেকে কৃষি ব্যবসা শুরু করার জন্য কৃষকদের ১৫ লক্ষ টাকা দেবে ৷
সরকার কৃষকদের জন্য পিএম কিষান এফপিও স্কিম শুরু করেছে ৷ এই যোজনায় প্রডিউসার অর্গানাইজেশনকে ১৫ লক্ষ টাকা দেওয়া হবে ৷ যোজনার লাঊ নেওয়ার জন্য ১১জন কৃষককে এক সঙ্গে হয়ে একটি অর্গানাইজেশন বা সংস্থা তৈরি করতে হবে ৷ এর মাধ্যমে কৃষি সংক্রান্ত উপকরণ, ফার্টিলাইজার্স, বিজ, ওষুধ কিনতে অনেকটাই সাহায্য হবে ৷
আবেদন পদ্ধতি:-
বর্তমানে কৃষকদের PM Kisan FPO Yojana-র লাভ নেওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে ৷ সরকারের তরফে এখনও এই যোজনার জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করা হয়নি ৷ তবে শীঘ্রই রেজিস্ট্রেশন শুরু হতে চলেছে বলে জানা গিয়েছে ৷ রেজিস্ট্রেশন শুরু হয়ে গেলে আপনিও আবেদন জানাতে পারবেন ৷ মিডিয়া রিপোর্টস অনুযায়ী,এর জন্য শীঘ্রই নোটিফিকেশন জারি করতে চলেছে সরকার ৷
12 মন্তব্যসমূহ
অনেক কৃষক পরিবারই উপকৃত হবেন সহায়তা পেলে ।
উত্তরমুছুনGood concept
উত্তরমুছুনখুব ভালো খবর ।।
উত্তরমুছুনকৃষক পরিবার খুবই উপকৃত হবে
উত্তরমুছুনপ্রকৃত কৃষক রা পেলেই ভালো
উত্তরমুছুনNice
উত্তরমুছুনভালো উদ্যোগ
উত্তরমুছুনImportant news
উত্তরমুছুনVery very good news
উত্তরমুছুনVery nice
উত্তরমুছুনVery good yojna
উত্তরমুছুনKhub e sunder padakhep
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊