Latest News

6/recent/ticker-posts

Ad Code

ত্রিপুরা তৃণমূলের স্টিয়ারিং কমিটি প্রকাশ

ত্রিপুরা তৃণমূলের স্টিয়ারিং কমিটি প্রকাশ


প্রতিকী ছবি: ত্রিপুরা তৃণমূল



পশ্চিমবঙ্গে একুশের বিধানসভার প্রচার মঞ্চ থেকে কেন্দ্র দখলের ডাক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ‍্যায়। 'এক পায়ে বাংলা, দুপায়েতে দিল্লী'-র কথা বলেছিলেন মমতা বন্দোপাধ‍্যায়। এরপর বিপুল জয় নিয়ে বাংলার মসনদ দখল করেছে তৃণমূল কংগ্রেস। আর তারপরেই দেশের একাধিক রাজ‍্যে তৃণমূলের বিস্তারে কাজ শুরু করে দিয়েছে তৃণমূল নেতৃত্ব। যার মধ‍্যে একটি উল্লেখযোগ‍্য রাজ‍্য ত্রিপুরা।




সম্প্রতি একাধিক ঘটনা সামনে এসেছে ত্রিপুরায়। একে একে বহু তৃণমূলের বহু নেতা ত্রিপুরা সফরে গিয়েছেন। এরপর এবার ত্রিপুরা তৃণমূলের স্টিয়ারিং কমিটি ঘোষনা করে আরো চাপে ফেলে দিল ত্রিপুরার শাসকদলকে। নজরে ২০২৩-এর বিধানসভা নির্বাচন। তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ত্রিপুরা তৃণমূলের স্টিয়ারিং কমিটি প্রকাশ করল তৃণমূল। সুস্মিতা দেবকে রাখা হয়েছে কমিটিতে। পাশাপাশি ত্রিপুরা যুব তৃণমূলের ১১ সদস্যের রাজ্য কমিটিও ঘোষণা করা হয়েছে ।



ত্রিপুরা তৃণমূল স্টিয়ারিং কমিটি 




ত্রিপুরা তৃণমূল যুব কমিটি 




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code