সেদিনের ছোট্ট ঝিলিক আজ অসংখ্য ফ্যানের ঘুম কেড়ে নিচ্ছে
মনে আছে টেলিভিশন ধারাবাহিক 'মা' এর সেই ছোট্ট ঝিলিকের কথা- তোমায় ছাড়া ঘুম আসে না মা! আজ সেই ঝিলিক অসংখ্য ফ্যানের ঘুম কেড়ে নিচ্ছে ।
টেলিভিশনের পর্দায় ঝিলিককে (Tithi Basu) বর্তমানে আর না দেখা গেলেও সোশ্যাল মিডিয়াতে ব্যাপক জনপ্রিয় তিনি। অনুরাগীদের জন্য মাঝেমধ্যেই নিজের নানান ছবি ও ভিডিও পোস্ট করতে থাকেন। তার সেক্সিফিগারে অসাধারণ ছবিগুলি দেখে নেটিজেনদের ঘুম আসেনা।
জানা গিয়েছে মা সিরিয়ালে অভিনয় করাকালীন পড়াশোনার ক্ষেত্রে বেশ কিছুটা পিছিয়ে গিয়েছিল সে। তাই সেই খামতি পূরণ করার জন্য এখন পুরোদস্তুর পড়াশোনা চালানোর পাশাপাশি ছোটখাটো অভিনয় এবং অ্যাডে কাজ করছেন তিনি। আর পড়াশোনা শেষ করেই সে আবার অভিনয়জগতে ফিরবে বলেই ধারণা সকলের।
মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় নানা ট্রেন্ডিং গান (trending songs) গুলিতে রিল ভিডিও (reel video) বানাতে দেখা যায় তাকে। কখনো বাড়ির ছাদে তো কখনো নির্জন রাস্তায় 'ঝিলিক' এর স্মৃতি মুছতে নিজেকে নতুন ভাবে মেলে ধরতে ছবি শেয়ার করেন তিথি। শরিরচর্চার মধ্যদিয়ে নিজেকে Hot and Sexy রূপে গড়ে তুলছে প্রতিনিয়ত।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊