সেদিনও ছিলো লক্ষ্মী পূজা, আজও বন্যার কবলে জলপাইগুড়ি-নিরাপদ  আশ্রয়ের খোঁজে বানভাসী মানুষ 





২ অক্টোবর ১৯৬৮। আগের দিন সন্ধ্যা থেকে অঝোর ধারায় বৃষ্টি। শুধু জলপাইগুড়িতেই নয়, তিস্তার উচ্চ অববাহিকাতেও প্রচণ্ড বৃষ্টি। রেকর্ড বলে যে, অক্টোবরের ২ থেকে ৫ তারিখের মধ্যে এই অববাহিকায় অস্বাভাবিক বৃষ্টি হয়েছিল। ৪ অক্টোবর ১৯৬৮-র গভীর রাতে তিস্তা নদী হঠাৎ শহরের ভিতর ঢুকে পড়ে।

সম্প্রতি ১৯৬৮ সালের বিধ্বংসী বন্যার ৫০ বছর পূর্তি উপলক্ষে স্মারক গ্রন্থ প্রকাশ করেছে কিরাতভূমি সংস্থা। সেদিনও ছিলও লক্ষ্মী পূজা। আজও লক্ষ্মীপূজায় সেই স্মৃতির আতঙ্ক পুনরায় আছড়ে পড়েছে। গত দুই দিন থেকে অবিরাম বৃষ্টিতে তিস্তার জল গত রাত থেকে বাড়িতে ঢুকতে শুরু করে জলপাইগুড়ির সদর ব্লকের খড়িয়া জিপি ও পুরসভার  তিন নম্বর ওয়ার্ডের পুর্ব সেনপাড়ার একাংশে।

জানা গিয়েছে গতকাল রাত্রি ৩ টা নাগাদ তিস্তার জল ঢুকতে শুরু করে নদীর পার্শ্ববর্তী এলাকায়। রাত থেকেই নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছেন বানভাসি মানুষ। ইতিমধ্যে সরকারি সহযোগিতায় নিরাপদ আশ্রয়ে পৌঁছে গেছেন অনেকেই।