T20 WC: প্রথম রাউন্ডের গন্ডি টপকে কোন কোন দল T20 World Cup -র Super 12 -এ?

T20 world cup




ইতিমধ‍্যে T20 বিশ্বকাপের আসরের প্রথম রাউন্ডের খেলা শেষ। প্রথম রাউন্ড শেষে মোট 4টি দল যোগ হল T20 বিশ্বকাপের মূল পর্ব তথা সুপার 12-এ।




এবছর প্রথম রাউন্ডে সুপার 12 -এ যেতে লড়াই করতে হয়েছে 8টি দলকে। যার মধ‍্য থেকে 4টি দল গেল সুপার 12 এ এবং বিশ্বকাপ থেকে ছিটকে গেল 4টি দল।




শ্রীলঙ্কা, বাংলাদেশ, আয়ারল‍্যান্ড, নমিবিয়া, ওমান, পাপুয়া নিউগিনি, স্কটল‍্যাণ্ড, নেদারল‍্যান্ড এই আটটি দলের থেকে পরবর্তী রাউন্ড তথা সুপার 12-এ জায়গা করে নিয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, নমিবিয়া, স্কটল্যান্ড।




শ্রীলঙ্কা ও বাংলাদেশ প্রথম রাউন্ডের বাধা টপকায় ও স্কটল্যান্ড ও নমিবিয়া সুপার টুয়েলভে জায়গা করে নেয়। এ-গ্রুপে এক নম্বর দল শ্রীলঙ্কা ও দুই নম্বর দল নমিবিয়া যুক্ত হল এবং বি-গ্রুপে এক নম্বর দল স্কটল্যান্ড ও দুই নম্বর দল বাংলাদেশ যুক্ত হল সুপার 12-এ।




সুপার টুয়েলভের গ্রুপ বিভাগ:-

গ্রুপ-১: ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, বাংলাদেশ।

গ্রুপ-২: ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, আফগানিস্তান, নমিবিয়া, স্কটল্যান্ড।