কলকাতায় ঐতিহাসিক দুর্গাপুজো সানরাইজ ৬৬ পল্লীর, ৪ মহিলা পুরোহিতের হাতেই হবে দেবীবন্দনা
কলকাতা, ৮ অক্টোবর, ২০২১: বাংলা তথা বাঙালির শ্রেষ্ঠ উৎসব, শারোদোৎসব। সেই শ্রেষ্ঠ উৎসবের সময়েই গোটা পশ্চিমবঙ্গ তথা দেশ সাক্ষী থাকতে চলেছে এক ঐতিহাসিক মুহূর্তের। সৌজন্যে, দক্ষিণ কলকাতার রাসবিহারি অ্যাভিনিউয়ের সানরাইজ ৬৬ পল্লী দুর্গোৎসব। এখানে এই বছরের থিম 'মায়ের হাতে মায়ের আবাহন' অর্থাৎ নারীর হাতেই পুজো হবে দেবী দুর্গার। এই বছর এই মণ্ডপে মাতৃ আরাধনায় দায়িত্বে রয়েছেন মহিলা পুরোহিতরা। পুজোটিকে সম্পূর্ণভাবে সমর্থন করছে সানরাইজ মশলা। গত ৮ অক্টোবর, ২০২১ (শুক্রবার) একটি অনুষ্ঠানের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই দুর্গাপুজোর উদ্বোধন করেন।
এই ঐতিহাসিক সন্ধিক্ষণের অনুষ্ঠানে ৬৬ পল্লীর যোগ্য সঙ্গত দিয়েছে সানরাইজ মশলা। এছাড়াও রয়েছে আরও অনেক চমক। আগামী ১১ অক্টোবর জাঁকজমকভাবে মহাষষ্ঠী পুজোর আয়োজন করা হয়েছে। ঐ দিনেই পুজো কমিটি ১০ জন অসাধারণ মহিলাকে সম্মানিত করবে যাঁরা সমাজের বিপরীত স্রোতে সাঁতার কেটে, তথাকথিত রীতি ভেঙে এগিয়ে চলার অঙ্গীকার নিয়েছে।
এই প্রসঙ্গে বলতে গিয়ে পীযুষ মিশ্র, আইটিসি লিমিটেডের সানরাইজ ফুডসের বিজনেস হেড জানান, “নারীর ক্ষমতায়ন এবং তথাকথিত সমাজের নিয়ম পরিবর্তনের বৈপ্লবিক উদাহরণ হল 'মায়ের হাতে মায়ের আবাহন'। ৪ জন মহিলা পুরোহিতের নেতৃত্বাধীন এই পুজোর সঙ্গী হতে পেরে সানরাইজ সত্যিই আনন্দিত। সকলে সুস্থ থাকুন। সকলের পুজো ভাল কাটুক এবং আনন্দের সঙ্গে কাটুক।”
আগামী ১১ অক্টোবর থেকে ১৫ অক্টোবর সমস্ত কোভিড বিধি মেনেই শারোদোৎসবে পালন করবে সানরাইজ ৬৬ পল্লী।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊