WB Election 2021 Results: ২৬,১১১ ভোটে জয়ী সামশেরগঞ্জের TMC প্রার্থী আমিরুল ইসলাম
সামশেরগঞ্জে জয়ী হলেন তৃণমূল প্রার্থী আমিরুল ইসলাম। ২৬১১১ ভোটে জয়ী হয়েছে আমিরুল ইসলাম।
তবে লক্ষনীয়ভাবে সামশেরগঞ্জে গত বিধানসভা নির্বাচনের তুলনায় অনেকটাই ভোট বাড়িয়ে ফেলেছে কংগ্রেস।
সামশেরগঞ্জে জয়ী তৃণমূল প্রার্থী আমিরুল ইসলামের ভোটের ব্যবধান ২৬,৬১১। দ্বিতীয় স্থানে কংগ্রেস জইদুর রহমান। ৭০ হাজারের বেশি ভোট পেয়েছেন তিনি।
২৬ এপ্রিল অর্থাৎ সপ্তম দফায় সামশেরগঞ্জ ও জঙ্গিপুর আসনে নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই করোনা (Corona Virus) প্রাণ কাড়ে দুই প্রার্থীর। মৃত্যু হয় সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হক ও জঙ্গিপুরের আরএসপি প্রার্থী প্রদীপ নন্দীর। সেই কারণে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যায় ওই কেন্দ্রের ভোট। অবশেষে ৩০ সেপ্টেম্বর ভোট হয় ওই দুই আসনে। আজ হয় ভোট গণনা।
উল্লেখ্য, ভবানীপুরের উপনির্বাচনে ৫৮৮৩২ ভোটে জয়ী হয়েছেন তৃনমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে হারের পর ভবানীপুরে শোভনদেব ইস্তফা দিয়ে মমতা বন্দপাধ্যায়কে এই সিটে লড়ার সুযোগ করে দেন। ভবানীপুরে উপনির্বাচনে জয়ী হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে বহাল থাকা নিশ্চিত করলেন মমতা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊