Latest News

6/recent/ticker-posts

Ad Code

IPL 2021: প্লে অফের আগে KKR ছাড়ছেন শাকিব-অল-হাসান, কেন?

IPL 2021: প্লে অফের আগে KKR ছাড়ছেন শাকিব-অল-হাসান, কেন?






সোমবার বিরাট কোহলির রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স ব‍্যাঙ্গালোরের বিরুদ্ধে এলিমেনটরে নামছে কলকাতা নাইট রাইডার্স। আর তার আগে দল ছাড়লেন বাংলাদেশের অলরাউন্ডার শাকিব অল হাসান। শাকিব অল হাসন দল ছাড়ায় যেমন কিছুটা অস্বস্তি তেমনি দলে ফিরতে পারেন রাসেল, ফলে কিছুটা স্বস্তি।




আর কয়েকদিন বাদেই টি২০ বিশ্বকাপ। এবার সরাসরি বিশ্বকাপের যোগ‍্যতা অর্জন করতে পারেনি বাংলাদেশ। আর তাই বিশ্বকাপের আগে খেলতে হবে কোয়ালিফিয়ার। এরজন‍্যই প্লে অফের আগেই কলকাতা ছেড়ে বাংলাদেশের জাতীয় দলে যোগ দিতে চলেছেন শাকিব অল হাসান।




জানা যাচ্ছে, কলকাতার জৈব বলয় ছেড়ে বাংলাদেশের জৈব বলয়ে যেতে তাঁঁকে প্রথমে একদিনের কোয়ারাইন্টিন থাকতে হবে এরপর তাঁকে রীতিমতো আরটি পিসিআর টেস্ট করাতে হবে। করোনা ফল নেগেটিভ আসলেই যোগ দিতে পারবেন জাতীয় দলে।




শাকিব অল হাসান দল ছাড়লেও স্বস্তির খবর এখন অনেকটাই ফিট রাসেল। ফলে শাকিবের জায়গায় দলে যোগ দিতে পারেন রাসেল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code