অবশেষে স্থায়ী জামিন পেলেন অভিনেত্রী পরীমণি
মাদক মামলায় গ্রেফতারের পর গত কয়েকমাস ধরে হেডলাইনে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। গত ১লা সেপ্টেম্বর ছাড়া পাওয়ার পর ১৫ই সেপ্টেম্বর ফের আদালতে হাজির হন তিনি। সেদিন মামলার চার্জশিট জমা দেওয়ার কথা ছিল।
আদালতে গাড়ি, মোবাইল, ল্যাপটপ সহ একাধিক জিনিস ফেরৎ চেয়ে আবেদন করেছে পরীমণি। আবেদনে সাড়া দিয়ে ১৬টি জিনিস ফেরৎ দেওয়ার অনুমতি দিয়েছে আদালত। অবশেষে রবিবার স্থায়ী জামিন পেলেন পরীমণি।
রবিবার জামিনের মেয়াদ শেষ হওয়ার পর ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে পরীমণির আইনজীবী স্থায়ী জামিনের আবেদন করেন। শুনানি শেষে পাঁচ হাজার টাকা মুচলেকায় তার স্থায়ী জামিন মঞ্জুর করে আদালত।
পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সৌরভী বলেন, ‘আমরা জামিনের স্থায়ী পিটিশন চেয়ে শুনানি করি। রাষ্ট্রপক্ষ বিরোধিতা করলেও শুনানি শেষে বিচারক জামিন মঞ্জুর করেন।
রবিবার দুপুর দেড়টায় পরীমণি আদালতে হাজির হন। নির্ধারিত সময়ের সাড়ে তিন ঘণ্টা পর পরীমণি আদালতে আসায় এ নিয়ে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু।
উল্লেখ্য, গত ৪ঠা অগাস্ট পরীমণি গ্রেফতার হন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊