Latest News

6/recent/ticker-posts

Ad Code

T20 World Cup: T20 বিশ্বকাপের প্রাইজ মানি ঘোষনা ICC- র

T20 World Cup: T20 বিশ্বকাপের প্রাইজ মানি ঘোষনা ICC- র 

T20 World Cup



আর মাত্র কয়েকটা দিন তারপরেই শুরু হতে চলেছে T20 বিশ্বকাপ। একুশের এই বিশ্বকাপের আসর ভারতে বসার কথা থাকলেও করোনার জেরে তা আয়োজিত হচ্ছে আরব আমিরশাহী ও ওমানে। তার আগে প্রাইজ মানি ঘোষনা করলো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।



টি২০ বিশ্ব চ‍্যাম্পিয়ান হলে ১.৬ মিলিয়ন মার্কিন ডলার দেবে আইসিসি (ICC)। রানার্স দল পাবে এর অর্ধেক টাকা। ভারতীয় মুদ্রায় বিশ্বচ্যাম্পিয়ন দল প্রায় ১২ কোটি টাকা এবং রানার্স দল পাবে প্রায় ৬ কোটি টাকা। শুধু তাই নয় ২০১৬ সালের এ বারও প্রতিটি ম্যাচ জেতার জন্য বোনাস অর্থ দেওয়া হবে জয়ী দলকে।



এদিকে, সেমি ফাইনালে হেরে যাওয়া দুই দলকে দেওয়া হবে ৪ লক্ষ মার্কিন ডলার করে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৩ কোটি টাকা। সুপার টুয়েলভ থেকে বিদায় নেওয়া ৮টি দল পাবে ৭০ হাজার মার্কিন ডলার করে। প্রথম রাউন্ড থেকে যে ৪টি দল ছিটকে যাবে, তারা পাবে ৪০ হাজার মার্কিন ডলার করে।




প্রথম রাউন্ডের ১২টি ম‍্যাচের প্রতিটি ম্যাচ জেতার জন্য দেওয়া হবে ৪০ হাজার মার্কিন ডলার করে। সুপার টুয়েলভের ৩০টি ম‍্যাচের প্রতিটি ম্যাচ জেতার ক্ষেত্রেও একই পরিমাণ অর্থ দেওয়া হবে। রবিবার আইসিসি-র তরফে এই ঘোষনা দেওয়া হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code