অবশেষে 1 Billion লক্ষ্যমাত্রায় পৌছালো ভারত
করোনার ভয়াল গ্রাস থেকে বাঁচতে ভ্যাকসিনেশন জরুরী। ভারত জুড়ে ইতিমধ্যে শুরু হয়েছে টীকাকরণ কর্মসূচি। আর আজ 1 Billion ভ্যাক্সিনেশন সম্পূর্ণ হলো।
তবে ১ বিলিয়ান লক্ষ্যমাত্রায় পৌঁছানোর আগেই গত ১৬ অক্টোবর শনিবার ভরদুপুরে ঢাকঢোল পিটিয়েই কার্যত ভ্যাকসিনেশন অ্যান্থেম প্রকাশ করা হয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানিয়েছিলেন, একশো কোটি ভ্যাকসিনেশনে আর বেশিদূর নেই। এপর্যন্ত ৯৭ কোটি ভ্যাকসিনেশন হয়েছে। অর্থাৎ আর কয়েকটা দিন তারপরেই ১০০ কোটি লক্ষ্যমাত্রায় পৌঁছে যাবে ভারত।
আর আজ সেই লক্ষ্যমাত্রায় পৌঁছানোর কথা নিজেই জানালেন মন্ত্রী। Dr VK Paul, Member-Health,NITI Aayog বলেছেন- "ভারতের জনগণ এবং স্বাস্থ্যসেবা কর্মীদের অভিনন্দন। ভারতে টিকা কার্যক্রম শুরু হওয়ার মাত্র ৯ মাসের মধ্যে ১ বিলিয়ন ডোজ সম্পূর্ণ করা দেশের পক্ষে গৌরবজনক বিষয়।"
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊