Today Latest News ছবির শ্যুটিং করতে গিয়ে আহত নুসরত
আহত হলেন নুসরত। 'জনহিত মে জারি' (Janhit Mein Jaari) নামে একটি ছবির শ্যুটিং করতে গিয়ে আহত হন বলিউড অভিনেত্রী নুসরত বারুচা (Nushrratt Bharuccha )৷
জানাগিয়েছে জনহিত মে জারি (Janhit Mein Jaari) নামে ওই ছবির একটি নাচের দৃশ্যের শ্যুট করতে গিয়েই আহত হন নুসরত বারুচা৷ পায়ে মোচড় সত্ত্বেও ছবির শ্যুটিং বন্ধ করেননি নুসরত৷ ফলে ব্যথা আরও বেশি বেড়ে যায়৷
শ্যুটের পর চিকিৎসকের কাছে গেলে আপাতত ৩-৪ দিন ধরে তাঁকে বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে৷
নুসরত সুস্থ না হওয়া পর্যন্ত ওই ছবির শ্য়ুটিং বন্ধ থাকবে বলে প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছে ৷
যদিও নুসরত বারুচার তরফে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি৷
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊