আপনি যে কলেজ থেকে B.Ed.- d.el.ed করেছেন তা  NCTE  স্বীকৃত? বাড়িতে বসেই Download করুন সার্টিফিকেট 

NCTE


আপনার বিএড কলেজ, যেখান থেকে আপনি বিএড, ডি এল এড, করেছেন তা NCTE স্বীকৃত কিনা তা  জানেন কি? অথবা আপনার কলেজের NCTE এর Certificate প্রয়োজন ?  তাহলে চিন্তার কিছু নেই। 

বাড়িতে বসেই Download করে নিতে পারবেন NCTE এর Certificate। এর জন্য আপনাকে যা যা করতে হবে-

  • প্রথমেই আপনার একটি সাম্প্রতিক সময়ের ছবি 100KB এর নীচে , আপনার সিগনেচার স্ক্যান 20 kb এর নীচে । 
  • এরপর https://ncte.gov.in/OTPRMS/Teacher/TeacherRegistration.aspx  এই লিঙ্কে ক্লিক করুন।
  • এখানে আপনার নাম, জন্ম তারিখ, মোবাইল নাম্বার, ই-মেইল দিয়ে প্রথমে রেজিস্টার্ড করে নিন। 
  • OTP ভেরিফিকেশন হয়ে গেলে নতুন একটি পেজ আসবে, সেখানে আপনার ডিগ্রি সহ আপনার কলেজের নাম প্রভৃতি তথ্য, আপনার ছবি এবং সিগনেচার আপলোড করে সাবমিট করে তথ্য ফ্রিজ করে দিতে হবে। 
  • ২ থেকে ৩ দিনের মধ্যে আপনার  পেজে পুনরায় (Online Teacher-Pupil Registration Management Systemলগ ইন করে NCTE  এর CERTIFICATE টি Download করে নিন।