পাকিস্তানের কাছে হারের পর শামিকে আক্রমণ নেটিজেনদের, প্রতিবাদ সচিনের
টি২০ বিশ্বকাপের আসরে ভারতের প্রথম ম্যাচেই চিরপ্রতিদন্দ্বী পাকিস্তানের কাছে হারের পর ভারতীয় ফাস্ট বোলার মহম্মদ শামিকে আক্রমণ শুরু হয় নেট পাড়ায়। নেটিজেনদের একটা অংশ আক্রমণ করতে থাকে শামিকে।
রবিবার বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ১০ উইকেটে লজ্জার হার হয় ভারতের। দীর্ঘদিনের রেকর্ড ভেঙে যায়। আর তারপরেই নেটপাড়ার একাংশের জঘন্য আক্রমণের শিকার হয়েছেন ভারতের তারকা ফাস্ট বোলার মহম্মদ শামি। যদিও শুধু শামি নয় ফাস্ট বোলার কিংবা স্পিনার এদিনের ম্যাচে ব্যর্থ সকলেই। তারপরেও শুধু আক্রমণ শামিকে। আর শামির পাশে দাঁড়িয়ে এ বার সেই নিয়ে সরব হয়েছেন ভারতের মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর।
টুইটে তিনি লিখেছেন, ‘আমরা যখন টিম ইন্ডিয়াকে সমর্থন করি, তখন কিন্তু আমরা টিম ইন্ডিয়ার হয়ে যারা প্রতিনিধিত্ব করছে, সকলকে সমর্থন করি। মহম্মদ শামি কমিটেড, বিশ্ব মানের বোলার। অন্যান্য ক্রীড়াবিদদের মতো, ওরও একটি খারাপ দিন যেতেই পারে। আমি শামি এবং টিম ইন্ডিয়ার পাশে দাঁড়াচ্ছি।’
এদিন শামি ৩.৫ ওভারে ৪৩ রান দিয়েছেন। যা ভারতীয় বোলারদের মধ্যে দেওয়া সবথেকে বেশি রান। কিন্তু শামি একাই খারাপ খেলেননি। বরুন ৪ ওভারছ দিয়েছেন ৩৩, জাদেজা ৪ ওভারে ২৮, ভুবি ৩ ওভারে ২৫, বুমরাহ ৩ ওভারে ২২। আবার অন্যদিকে ভ্যাটসম্যানরাও তেমন ভালোভাবে জ্বলে উঠতে পারেনি। ১৫১ রানে শেষ হয় ভারতের ইনিংস। কোহলি ৫৭ (৪৯), পন্থ ৩৯ (৩০) ছাড়া বাকি সবাই ব্যর্থ। দলগত পারফরমেন্স তেমন ভালো না থাকলেও নেটিজেনদের একাংশ 'টাকা' নেওয়ার কথা তুলেও আক্রমণ করছেন শামিকে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊