Digital Greeting, শুভেচ্ছা বার্তা, কোজাগরী লক্ষ্মী পূজা ২০২১
পদ্ম ফুলের ওপর বিরাজিতা দেবী লক্ষ্মী হলেন ধন সম্পদের দেবী। ত্রিগুণের মধ্যে তিনি হলেন রজগুণের প্রতীক।
লক্ষ্মী শব্দের অর্থ হল সকলে যাকে লক্ষ্য করেন। অর্থাৎ সকলে যাঁকে দর্শন করেন সেই শ্রী মূর্তি।
মা লক্ষ্মী সকলকে যশ, খ্যাতি, সমৃদ্ধি ও প্রতিপত্তি প্রদান করেন। এই কোজাগরী পূর্ণিমায় মা লক্ষ্মীর আরাধনা করা হয় ।
মা লক্ষ্মীর পূজায় প্রিয়জনদের ডিজিটাল গ্রেটিংস পাঠান Facebook, Whatsapp, Twitter, Instagram এ ।
6 মন্তব্যসমূহ
Important information
উত্তরমুছুনশুভ লক্ষ্মী পূজা
উত্তরমুছুনBeautiful cards
উত্তরমুছুনलक्ष्मीपूजायाः शुभाशयाः
উত্তরমুছুনশুভঃ লক্ষ্মী পূজা 🙏🏻❤️
উত্তরমুছুনBeautiful 🥰🥰
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊