Latest News

6/recent/ticker-posts

Ad Code

হঠাৎ স্তব্ধ জনপ্রিয় সোশ‍্যাল প্ল‍্যাটফর্ম Facebook, WhatsApp ও Instagram

 হঠাৎ স্তব্ধ জনপ্রিয় সোশ‍্যাল প্ল‍্যাটফর্ম Facebook, WhatsApp ও Instagram

Facebook, WhatsApp ও Instagram
Facebook, WhatsApp ও Instagram


গত ২০ মার্চ ২০২১ হঠাৎ করেই স্তব্ধ হয়ে যায় জনপ্রিয় সামাজিক মাধ্যম Facebook, WhatsApp ও Instagram। এইদিন শনিবার রাত ১০টা ৫৫ নাগাদ সার ভারতজুড় হঠাৎ কাজ করা বন্ধ হয়ে যায় এই তিন সোশ‍্যাল প্ল‍্যাটফর্ম। যা নিয়ে শুরু হয় শোরগোল। হঠাৎ তিনটি মাধ‍্যম বন্ধ হয়ে যাওয়ায় সমস‍্যার সম্মুখীন হয় বহু মনুষ। বিভিন্ন সংবাদ সংস্থা সূত্রে জানা যায় ভারত ছাড়াও আরো বেশ কিছু দেশে এই একি সমস‍্যার সম্মুখীন হয় ব‍্যবহারকারীরা। ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি আজ আবার। 

৪ অক্টোবর ২০২১ ফের আর একবার স্তব্ধ হয়ে পড়লো whatsapp, facebook, instagram. ভারতীয় সময় রাত ৯ টা ১০ মিনিট থেকে হঠাৎ হোয়াটস অ্যাপে আদান প্রদান বন্ধ হয়ে যায়। কোনো বার্তা সেন্ট হয় না আবার আসেও না। ফলে সমস‍্যার সম্মুখীন হয় গ্রাহকরা। 

হোয়াটসঅ্যাপ-ফেসবুক-ইনস্টাগ্রামে সার্ভার বিভ্রাটের এই সমস্যা বলে জানা গিয়েছে। সংবাদ লেখা পর্যন্ত সমাধান হয়নি। 


পরিষেবায় বিভ্রাটের পর থেকেই ব্যবহারকারীরা Twitter এ মিম ব্যবহার করে সমস্যার মুখে পড়ার বিষয়টি জানাতে থাকেন। ট্যুইটারে ট্রেন্ড করতে শুরু করে হোয়াটসঅ্যাপ ডাউন। 




এদিন হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ ট্য়ুইট করে গ্রাহকদের ধন্যবাদ দিয়েছে। তারা লিখেছে আপনাদের ধৈর্যের জন্য অসংখ্য ধন্যবাদ। ৪৫ মিনিটের পর আমরা আবার ফিরে এসেছি।

একটি মন্তব্য পোস্ট করুন

3 মন্তব্যসমূহ

  1. অনেকেই সমস্যার সম্মুখীন হয়েছে।।

    উত্তরমুছুন
  2. অকস্মাৎ এই ঘটনায় বহু চিন্তিত ছিলাম । তারপর বন্ধুদের ফোন করে জানতে পারলাম তাদের একি অবস্থা ।তারপর একটু স্বস্তি পেলাম ।

    উত্তরমুছুন

Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊

Ad Code