বালু ঝড়ে মৃত ৬ - চলছে উদ্ধার কাজ

Extreme drought triggers sandstorms


ব্রাজিলের (Brazil) দক্ষিণ-পূর্বাঞ্চলে খরা পরিস্থিতিতে সাওপাওলোতে (Sao Paulo) শক্তিশালী বালু ঝড়ে (strong sandstorm) কমপক্ষে ছয়জনের প্রাণহানি ঘটেছে।

স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ঝড়ে গাছপালা ও ঘরবাড়ির ভেঙ্গে পড়ায় সাও পাওলোতে (Sao Paulo) ৬ জনের মৃত্যু হয়েছে। এখনো চলছে উদ্ধার কাজ। মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা রয়েছে বলেও জানা গিয়েছে।

Extreme drought triggers sandstorms



গত সেপ্টেম্বর মাস থেকে এখনো পর্যন্ত অন্তত তিনবার বিশাল বালু মেঘসহ প্রতি ঘণ্টায় ১০০ কিলোমিটার পর্যন্ত বাতাস বয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। ফলে সাও পাওলো (Sao Paulo) এবং মিনাস গেরাইস (Minas Gerais) রাজ্যের শহর ও গ্রামীণ এলাকায় বাসিন্দাদের মধ্যে আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে।

আবহাওয়াবিদ এস্টেল সিয়াস এএফপিকে (News AFP) এক সাক্ষাৎকারে বলেন, এ ধরণের ঝড় স্বাভাবিক হলেও, এতো তীব্র মাত্রায় হয় না যা ২০২১ সালে দেখা গেছে।

তিনি বলেন, দীর্ঘ সময় ধরে বৃষ্টির অভাব, উচ্চ তাপমাত্রা ও কম আর্দ্রতার ফলে এ অবস্থা সৃষ্টি হয়েছে। শক্তিশালী ঝড়গুলো জলবায়ু পরিবর্তনের ফল।