আজ মহাষষ্ঠী, প্রিয়জনদের জানান Digital শুভেচ্ছা
durga puja greetings । Free Download ।
“যিনি দুর্গতি বা সংকট থেকে রক্ষা করেন” তিনিই মা দুর্গা (Durga) । অন্যমতে, “যে দেবী দুর্গম নামক অসুরকে বধ করেছিলেন” তিনি হলেন দেবী দুর্গা। তাকে আমরা অনেক নামেই জানি যেমন – চণ্ডিকা, যোগমায়া, অম্বিকা, বৈষ্ণবী, মহিষাসুরসংহারিণী নারায়নী, মহামায়া, কাত্যায়নী ইত্যাদি । দেবী ভাগবত ও কালিকাপুরাণে উল্লেখ আছে, শরৎকালে শ্রীরামচন্দ্র দুর্গা পূজা করেছিলেন রাবণ বধের নিমিত্তে; এজন্য একে, ‘অকালবোধন’ও বলা হয়ে থাকে।
গতবছর মহালয়ার এক মাস পরে হয়েছিলো দুর্গাপূজা (Durga Puja)। না এবছর তেমন হচ্ছে না। সঠিক সময়েই হবে এবছরের দুর্গোৎসব। আরও পড়ুনঃ Durga Puja 2021 time table- ২০২১ এর দুর্গা পূজার সময়সূচী
Download |
বাংলা ২৪শে আশ্বিন, ১৪২৮, ইংরেজী ১১ই অক্টোবর, ২০২১, সোমবার সকাল ৬টা ২৪ মিনিট পর্যন্ত মহাপঞ্চমী। এদিন সূর্যোদয় ৫ টা ৩৫ মিনিটে, সূর্যাস্ত ৫ টা ১৩ মিনিটে এবং পূর্বাহ্ন ৯ টা ২৮ মিনিট পর্যন্ত। একইদিন সকাল ৬টা ২৪ মিনিট থেকে শেষরাত্রি ৪টা ৪ মিনিট পর্যন্ত দুর্গাষষ্ঠী। দিবা ৮ টা ৩০ মিনিট গতে ও পূর্বাহ্নের মধ্যে শ্রী শারদীয়া দুর্গাদেবীর ষষ্ঠ্যাদিকল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা প্রশস্তা । সায়ংকালে শ্রী শ্রী দুর্গাদেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস।
করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা রয়েছে প্রবল। তাই জারি হয়েছে একাধিক কঠোর বিধি নিষেধ। কিন্তু বিধি নিষেধের মাঝেও Digital মাধ্যমে তো আমরা আনন্দে মেতে উঠতেই পারি।
আর এই আনন্দকে ভাগ করতে আপনাদের জন্য Free Digital Grettings যা Facebook, Twitter, Instagram, Whatsapp এ শেয়ার করতে পারবেন।
শারদ শুভেচ্ছা (durga puja greetings) জানাতে আপনাদের জন্য প্রস্তুত করা হয়েছে এই Digital Greetings গুলি। আপনাদের ভালো লাগলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।
Download |
আরও ছবি Download করুন-
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊