T20 WC: প্রথমবার পুরুষদের T20 বিশ্বকাপে আসছে DRS, আরো একাধিক ঘোষনা ICC- র
আর কয়েকদিন আইপিএল শেষ হতেই আরম্ভ হতে চলেছে T20 বিশ্বকাপ। আর তার আগে বেশ কিছু নতুন নিয়ম ঘোষনা দিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।
পুরুষদের টি২০ বিশ্বকাপে এবার প্রথমবারের মতো যুক্ত হচ্ছে ডিআরএস। ক্রিকেট খেলায় আইসিসি-র বিভিন্ন প্রতিযোগিতায় আম্পায়ারদের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। সেই কারণে আম্পায়ারিংয়ের ভুল কমানোর উদ্যোগ নিয়েছে আইসিসি। প্রতি ইনিংসে দু’টি দল সর্বোচ্চ দু’টি করে ডিআরএস নেওয়ার সুযোগ পাবে।
২০১৭ থেকে আম্পায়ার রিভিউ বা প্লেয়ার রিভিউ সিস্টেম চালু করে। পুরুষদের চ্যাম্পিয়ন্স ট্রফি, একদিনের বিশ্বকাপ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, মহিলাদের একদিনের ও টি-২০ বিশ্বকাপে ডিআরএস ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এর পাশাপাশি আইসিসি-র তরফে জানানো হয়েছে, এবার থেকে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ন্যূনতম ওভারের সংখ্যা বাড়ানো হচ্ছে। আইসিসি-র তথ্য অনুসারে গ্রুপ পর্যায়ে নূন্যতম ৫ ওভার ও সেমি-ফাইনাল ও ফাইনালে ১০ ওভার ব্যাটিং করতেই হবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊