Latest News

6/recent/ticker-posts

Ad Code

বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, আগাম সর্তকতা অবলম্বন করতে চলেছে জেলা পুলিশ

বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, আগাম সর্তকতা অবলম্বন করতে চলেছে জেলা পুলিশ





জেলায় জেলায় বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা সেই দিক লক্ষ রেখে আগাম সর্তকতা অবলম্বন করতে চলেছে জেলা পুলিশ।



সম্প্রতি কয়েকদিন গত হয়ে গেছে দুর্গাপূজা আর তারপরেই করোণা সংক্রমণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে সবার মধ্যে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে করোনা।



এরইমধ্যে রাজ্য সরকারের তরফে বিভিন্ন নির্দেশিকা জারি করা হয়েছে। কয়েকটি জেলায় কোভিড সংক্রমণ পরিস্থিতি উদ্বেগ হওয়ায় ইতিমধ্যেই জেলা প্রশাসনকে বিভিন্ন নির্দেশিকা জারির নির্দেশ দেওয়া হয়েছে আর সেই মত জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন রকমের করোনা সম্পর্কে কর্মসূচি পালন করছেন। 



জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার দেবশ্রী দত্ত রাস্তায় নেমে সাধারণ মানুষের মধ্যে প্রচার চালাতে দেখা গেল। এদিন ধুপগুড়ি থানার নেতৃত্বে হাটে বাজারে মানুষের মধ্যে সচেতনতা মূলক প্রচার চালাতে শুরু করেছে এবং নিজ হাতে মাস্ক বিতরণ করছে নেতৃত্বে ছিলেন ডিএসপি ক্রাইম বিক্রমজিত লামা। তিনি জানান পরবর্তীতে মানুষ মাস্ক না পড়লে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন DSP CRIME বিক্রমজিত লামা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code