দশম ও দ্বাদশ শ্রেণির প্রথম সেমিস্টারের পরীক্ষা স্থগিত করল CISCE
কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন (সিআইএসসিই) মঙ্গলবার দশম ও দ্বাদশ শ্রেণির প্রথম মেয়াদের পরীক্ষা ‘নিয়ন্ত্রণের বাইরে’ থাকার কারণে স্থগিত করেছে বলে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে।
বোর্ডের প্রধান নির্বাহী ও সচিব গেরি আরাথুন একটি আদেশে বলেন, “CISCE, আমাদের নিয়ন্ত্রণের বাইরে থাকার কারণে 2021-22 সেশনের জন্য দশম ও দ্বাদশ শ্রেণির প্রথম সেমিস্টারের পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। সকল স্টেকহোল্ডারকে যথাসময়ে সংশোধিত সময়সূচী সম্পর্কে অবহিত করা হবে। ”
দুটি ক্লাসের পরীক্ষা 15 নভেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল। See the Notification Here-
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊