IPL 2021; Deepak Chahar Love: মিষ্টি প্রেমযাপনের সাক্ষী IPL, ভরা মাঠে প্রেম প্রস্তাব চাহারের
ভরা মাঠে গ্যালারিতে পছন্দের মানুষকে হাটুগেড়ে প্রেম প্রস্তাব দিলেন চেন্নাই সুপার কিংসের পেসার দীপক চাহার ( Deepak Chahar)। মিষ্টি প্রেমের সাক্ষী থাকলো আরব আমিরাতের ক্রিকেট গ্রাউন্ড। আইপিএল ২০২১-র মঞ্চে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের পর মনের মানুষকে মনের কথাটা জানালেন চাহার।
এদিন চেন্নাইয়ের কাছে ছিল কার্যত নিয়মরক্ষার ম্যাচ। কারন আগেই প্লে অফে পৌঁছে গেছে চেন্নাই সুপার কিংস। এদিন পাঞ্জাবের কাছে ৬ উইকেটে হেরেছে চেন্নাই। এমনকী চাহারও মাঠে ভাল পারফরমেন্স করতে পারেনি। নির্দিষ্ট কোটার চার ওভার বল করে ৪৮ রান দিয়েছেন তিনি।
এদিনের ম্যাচে গ্যালারিতে হাজির ছিলেন চাহারের প্রেমিকা। খেলা শেষে গ্যালারিতে ছুটে যান চাহার। আর গ্যালারিতে গিয়েই হাঁটু মুড়ে বসে হাতে আঁংটি নিয়ে একেবারে ফিল্মি কায়দায় চাহার বিয়ের প্রস্তাব দেন তাঁর গার্লফ্রেন্ডকে। সঙ্গে সঙ্গে চাহারের প্রস্তাবে রাজি হয়ে যান তিনি।
একে অপরকে জড়িয়ে ধরেন। মিষ্টি প্রেমের উদযাপন দেখে আনন্দিত সকলেই। সেই ভিডিয়ো রাতারাতি ভাইরাল হয়ে যায়। এখন আলোচনায় চাহার ও তাঁর গার্লফ্রেন্ড। যদিও চাহারের প্রেমিকার নাম জানা যায়নি।
She said yesssss.! 💍
— Chennai Super Kings - Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL) October 7, 2021
Congratulations Cherry.! Stay Merry.! 😍🥳#WhistlePodu #Yellove 💛🦁 pic.twitter.com/qVmvVSuI7A
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊