Latest News

6/recent/ticker-posts

Ad Code

Chandra Grahan 2021 বছরের শেষ চন্দ্রগ্রহণ - কবে কোথায়

Chandra Grahan 2021 বছরের শেষ চন্দ্রগ্রহণ - কবে কোথায়


Chandra Grahan 2021



Chandra Grahan 2021: একদিকে কালী পূজা আর তার পরেই রাস পূর্ণিমা। আর এই রাস পূর্ণিমার আগেই এই বছরের শেষ চন্দ্রগ্রহণ।


জ্যোতিষশাস্ত্রে (Astrology) ও জ্যোতির্বিদ্যা (Astronomy) অনুসারে আগামী নভেম্বর (November) মাস বিশেষ হতে চলেছে। কারণ বছরের শেষ চন্দ্রগ্রহণ (Last Lunar Eclipse) হবে নভেম্বর মাসে, দীপাবলির (Diwali) কিছুদিন পরেই। এটি আংশিক চন্দ্রগ্রহণ (Partial Lunar Eclipse) হবে।


Chandra Grahan 2021





২০২১ সালের শেষ চন্দ্রগ্রহণ কখন ও কোথায় (Lunar Eclipse 2021 Time & Place)


এই বছরের শেষ চন্দ্রগ্রহণ দেখা যাবে আগামী ১৯ নভেম্বর, শুক্রবার। সকাল ১১.৩৪ মিনিট থেকে গ্রহণ শুরু হবে- চলবে বিকেল ৫.৩৩ মিনিট পর্যন্ত। আমেরিকা, উত্তর ইউরোপ, পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া এভং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে দেখা যাবে। আর ভারতের আসাম এবং অরুণাচল থেকেই দেখা যাবে এই আংশিক চন্দ্রগ্রহণ। আর এই চন্দ্রগ্রহণের পরেই শ্রীকৃষ্ণের রাসযাত্রা

Chandra Grahan 2021




গ্রহণ মহাজাগতিক ঘটনা হলেও একে ঘিরে রয়েছে একধরনের বিশ্বাস। তাই জ্যোতিষশাস্ত্রীরা বলেছেন-বিশেষত গর্ভবতী মহিলা ও শিশুদের বিশেষ সচেতন থাকতে হবে এই গ্রহণের সময়। গ্রহণের আগে স্নান করে শিবের উপাসনা করা লাভজনক ফল দেবে বলেও মনে করেন তাঁরা।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊

Ad Code