দিনহাটা উপনির্বাচন- গুরুতর অভিযোগ বাম প্রার্থী আব্দুর রউফের

বাম প্রার্থী আব্দুর রউফ



হাতে কালি না লাগিয়ে একই ব্যক্তিকে একাধিকবার ভোট দানের সুযোগ করে দেওয়ার মতন চাঞ্চল্যকর অভিযোগ আনলেন বামফ্রন্ট প্রার্থী আব্দুর রউফ।




৭ এর ৬৯ নাম্বার বুথে বামফ্রন্ট পোলিং এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ এনেছেন তিনি। ৪৩ এবং ৪৪ ছোট গারালঝড়ায় ৪ টি বুথে ভোটদাতাদের হাতের আঙ্গুলে কালি লাগানো হয়নি বলে অভিযোগ তাঁর।


চৌধুরীহাটেও পোলিং এজেন্টদের গতকাল হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।


নির্বাচন কমিশন পদক্ষেপ না করলে মহকুমা শাসকের দপ্তরে ধর্নায় বসার হুশিয়ারিও দিয়েছেন বামপ্রার্থী আব্দুর রউফ।


এদিকে আব্দুর রউফ এর পোলিং এজেন্ট বিকাশ মণ্ডল রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগে জানান- এপিক কার্ড না দেখেই ভোট দিতে দেওয়া হচ্ছে, ফলে অনেক জাল ভোটার ভোট দিচ্ছে । এছাড়া আরও অভিযোগ করেন যে বিরোধী কর্মী বা ভোটারদের ভোট কেন্দ্রে যেতে দেওয়া হচ্ছে না।