বেশি ফ্যাশন দেখাতে গিয়ে পোশাক বিভ্রাটের মুখে পড়লেন উরফি জাভেদ (urfi javed)!
অভিনেত্রী উরফি জাভেদের ফ্যাশন সেন্স দিন দিন যেন আরোই খারাপের দিকে যাচ্ছে। নেটিজেনরা সোশ্যাল মিডিয়ায় এমনি মন্তব্য করে বিরক্তি প্রকাশ করলেন।
বলিউডের নতুন ‘ফ্যাশন ডিজাস্টার’ এখন উরফি জাভেদ। বিগ বসে যাওয়ার আগে থেকেই পোশাক নিয়ে নজর কাড়তেন তিনি।
উরফি জাভেদ কিন্তু টেলিভিশনের সবথেকে বিতর্কিত শোয়ে যাওয়ার পর থেকে যেন আরোই অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন। শো থেকে সবার আগে বাদ যেতে হয়েছিল তাঁকেই। কিন্তু তাতে শাপে বরই হয়েছে অভিনেত্রীর। নিজের অদ্ভূত ফ্যাশন স্টেটমেন্ট দিয়ে নিত্যদিন লাইমলাইট কেড়ে নিচ্ছেন উরফি।
উরফির প্রথমে অন্তর্বাস দেখানো ছেঁড়া জ্যাকেট, তারপর বোতাম খোলা প্যান্ট আর এখন ব্যাকলেস পোশাক। উরফি যেন প্রতিজ্ঞাই করে নিয়েছেন খবরের শিরোনাম থেকে সরবেনই না তিনি। এবার এক অদ্ভূত দর্শন প্যান্ট পরে পাপারাৎজির লেন্সবন্দি হলেন উরফি। পাশাপাশি বেশি ফ্যাশন দেখাতে গিয়ে পোশাক বিভ্রাটের মুখেও পড়লেন তিনি।
উরফিকে সম্প্রতি মুম্বইয়ের রাস্তায় এক অদ্ভূত ধরনের ডেনিম জিন্স ও সাদা ক্রপ টপ পরে দেখা যায়। তাঁর জিন্সের বহর দেখে বাকরুদ্ধ সকলেই। উরফির দাবি, ফ্যাশন নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে নাকি এই প্যান্টটি বানানো হয়েছে। কিন্তু সঙ্গের ক্রপ টপটি এতটাই ছোট ছিল যে তার নীচ দিয়ে ফের বেরিয়ে যায় উরফির অন্তর্বাস। তবে তিনি তাতে ভ্রূক্ষেপ করা দূরে থাকুক, ক্যামেরার সামনে পোজ দিতেই ব্যস্ত।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊