জেনে নিন অষ্টমীর অঞ্জলির সময় ও Digital শুভেচ্ছা

Facebook, Whatsapp, Twitter, Instagram



বাংলা ২৬শে আশ্বিন, ১৪২৮, ইংরেজী ১৩ই অক্টোবর, ২০২১, বুধবার রাত্রি ১১টা ৪৯ মিনিট পর্যন্ত মহাষ্টমী। এদিন সূর্যোদয় পাঁচটা বেজে ৩০ মিনিট, সূর্যাস্ত পাঁচটা বেজে ১১ মিনিট, এবং পূর্বাহ্ন ৯ টা ২৮ মিনিট পর্যন্ত।

Facebook, Whatsapp, Twitter, Instagram



সকাল আটটা বেজে ৩০ মিনিটের মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর মহাষ্টম্যাদিকল্পারম্ভ ও কেবল মহাষ্টমীকল্পারম্ভ এবং মহাষ্টমীবিহিত পূজা প্রশস্তা।

এদিন পূর্বাহ্নের মধ্যেই বীরাষ্টমী ও মহাষ্টমীর ব্রত উপবাস। রাত্রি ১১ঃ০০ মিনিট গতে এবং ১১ঃ৪৮ এর মধ্যে শ্রীশ্রীদুর্গাদেবীর অর্ধরাত্রবিহিত পূজা।

Facebook, Whatsapp, Twitter, Instagram



রাত্রি ১১ঃ২৫ গতে এবং ১২ঃ১৩ এর মধ্যে সন্ধিপূজা। রাত্রি ১১ঃ২৫ গতে সন্ধিপূজা আরম্ভ এবং ১১ঃ৪৯ গতে বলিদান। রাত্রি ১২ঃ১৩ মধ্যে সন্ধিপূজা সমাপন।