Rohit Sharma: প্রথম ভারতীয় হিসেবে অনন্য রেকর্ড গড়লেন রোহিত শর্মা
প্রথম ভারতীয় হিসেবে অনন্য রেকর্ড গড়লেন হিটম্যান রোহিত শর্মা। মঙ্গলবার রাজস্থানের বিরুদ্ধে একদিকে যখন বড় জয় পায় রোহিতের দল মুম্বাই ইন্ডিয়ান্স তখন অন্যদিকে প্রথম ভারতীয় ব্যাটার হিসাবে টি-২০ ফর্ম্যাটে হিটম্যানের ঝুলিতে চলে এসেছে ৪০০টি ছয়।
এদিন রাজস্থানের বিরুদ্ধে শ্রেয়স গোপালের প্রথম ওভারেই ছয় মেরে রোহিত কুড়ি ওভারের ফর্ম্যাটে ৪০০ ছয়ের মাইলস্টোন স্পর্শ করেন রোহিত শর্মা। রোহিত ভারতের হয়ে ১৩৩টি ছয়, আইপিএলে ২২৭টি ছয় মেড়েছেন, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ টুর্নামেন্টে ১৬টি ও বাকি ২৪টি ছয় তাঁর ১৪ বছরের টি-২০ কেরিয়ারে বিভিন্ন প্রতিযোগিতা থেকে এসেছে।
কুড়ি ওভারের ক্রিকেটে ক্রিস গেইলকে সর্বোচ্চ রানও যেমন আছে তাঁর ঝুলিতে, তেমনই ছয় মারার ক্ষেত্রেও সবার আগে 'ক্যারিবিয়ান দৈত্য'। ১০৪২টি ছয় আছে গেইলের। দুয়ে কায়রন পোলার্ড (৭৫৮), তিনে আন্দ্রে রাসেল (৫১০), চারে ব্র্যান্ডন ম্যাকালাম (৪৮৫), পাঁচে শেন ওয়াটসন (৪৬৭), ছয়ে এবি ডিভিলিয়ার্স (৪৩৪) ও সাতে রোহিত।
প্রসঙ্গত, এদিন রাজস্থান রয়্যালসকে ৯০ রানে গুটিয়ে দেয় মুম্বাই এরপর ব্যাট করতে নেমে দশ ওভার শেষ না হতেই জয় ছিনিয়ে নেয় মুম্বাই। রোহিত রাজস্থানের রান তাড়া করতে নেমে ১৩ বলে ২২ রানের ইনিংস খেলে ফিরে যান।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊