Latest News

6/recent/ticker-posts

Ad Code

Khel Ratna Award: প্রথম ফুটবলার হিসেবে খেলরত্নের জন‍্য মনোনীত সুনীল, রয়েছে আরো দশ

Khel Ratna Award: প্রথম ফুটবলার হিসেবে খেলরত্নের জন‍্য মনোনীত সুনীল, রয়েছে আরো দশ






দেশের সর্বোচ্চ ক্রীড়াসম্মান খেলরত্নের জন্য মনোনীত করা হল ১১ জনকে। সেই তালিকায় রয়েছেন টোকিও অলিম্পিক্সে সোনাজয়ী নীরজ চোপড়া। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে তেমনটাই খবর।




নীরজের পাশাপাশি ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড কমিটি বুধবার খেলরত্নের জন্য বেছে নিয়েছে ভারতীয় ফুটবল দলের ক্যাপ্টেন সুনী ছেত্রী। সুনীল ছেত্রী, প্রথম ফুটবলার যিনি এই পুরষ্কারের জন‍্য মনোনীত হয়েছেন। এছাড়াও, মহিলা ক্রিকেট দলের টেস্ট ও ওয়ান ডে ক্যাপ্টেন মিতালি রাজ এবং ভারতীয় হকি দলের গোলরক্ষর শ্রীজেশও মনোনীত হয়েছেন।




খেলরত্ন হচ্ছেন: নীরজ চোপড়া (অ্যাথলেটিক্স), সুনীল ছেত্রী (ফুটবল), পিআর শ্রীজেশ (হকি), লভলিনা বড়গোহাঁই (বক্সিং), রবি কুমার দাহিয়া (কুস্তি), মিতালি রাজ (ক্রিকেট), প্রমদ ভগত (প্যারা-ব্যাডমিন্টন), আভনি লেখারা (প্যারা-শুটিং), কৃষ্ণ নাগর (প্যারা-ব্যাডমিন্টন), সুমিত আন্টিল (প্যারা-অ্যাথলেটিক্স) ও মণীশ নারওয়াল (প্যারা-শুটিং)।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code