Durga Puja 2021: বিশ্ব বাংলা শারদ সম্মান পেল ১০৩ টি পুজো, দেখুন তালিকা
বিশ্ব বাংলা শারদ সম্মান পেতে চলেছে কলকাতা, বরাহনগর পুরসভা, দক্ষিণ দমদম পুরসভা, বিধাননগর পুরনিগম এবং হওড়া পুরনিগমের ১০৩ টি পুজো। রাজ্য সরকারের তরফে প্রবর্তিত এই শারদ সম্মান প্রতি বছর দেওয়া হয়। এবছর, ৩৬ টি পুজো পেয়েছে 'সেরার সেরা' সম্মান। সেরা মণ্ডপ, সেরা প্রতিমা, সেরা আলোকসজ্জা, সেরা সাবেকি, সেরা ভাবনা, বিশেষ পুরস্কার, সেরা পরিবেশবান্ধব, সেরা ঢাকেশ্রী, সেরা বিশ্ব বাংলা ব্র্যান্ডিং, অন্য ভাবনা, সেরা কোভিড-১৯ সচেতনতা (স্বাস্থ্যবিধি), সেরা কোভিড যোদ্ধার সম্মান দেওয়া হয়েছে।
'সেরার সেরা' সম্মান -
বড়িশা ক্লাব
বাবুবাগান
চক্রবেড়িয়া।
হিন্দুস্তান ক্লাব সর্বজনীন দুর্গাপুজা কমিটি
চেতলা অগ্রণী
দক্ষিণ কলকাতা সর্বজনীন
টালা প্রত্যয়
কালীঘাট মিলন সংঘ
ত্রিধারা সম্মেলনী
একডালিয়া এভারগ্রিন
নাকতলা উদয়ন সংঘ
সুরুচি সংঘ।
হিন্দুস্তান পার্ক সর্বজনীন দুর্গোৎসব
বেহালা নতুন দল।
৯৫ পল্লি, যোধপুর পার্ক
অবসর
আহিরীটোলা সর্বজনীন
কাশী বোস লেন সর্বজনীন দুর্গোৎসব
দমদম তরুণ দল।
খিদিরপুর ২৫ পল্লি
শিবমন্দির
বালিগঞ্জ কালচারাল
হাতিবাগান সর্বজনীন
সমাজসেবী
আলিপুর সর্বজনীন
মুদিয়ালি
বকুলবাগান
ঠাকুরপুকুর এস.বি. পার্ক
বাগবাজার সর্বজনীন
বাদামতলা আষাঢ় সংঘ
উল্টোডাঙা তেলেঙ্গাবাগান
২১ পল্লি
যোধপুর পার্ক শারদীয় দুর্গোৎসব কমিটি
৬৬ পল্লি
৪১ পল্লি
দমদম তরুণ সংঘ
সেরা মণ্ডপ
রাজডাঙা নব উদয় সংঘ
সেলিমপুর পলি
কুমারটুলি সর্বজনীন
সমাজসেবী
সল্টলেক এফ.ডি. ব্লক সর্বজনীন দুর্গাপুজো কমিটি
সেরা প্রতিমা
বেহালা নতুন দল
কলেজ স্কোয়ার
সিংহী পার্ক
আলিপুর ৭৮ পল্লি দুর্গোৎসব, চেতলা
যুবমৈত্রী
দেখুন পুরো তালিকা-
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊