প্রকাশিত হল নার্সিং (ANM & GNM) -এ ভর্তির প্রবেশিকা পরীক্ষার ফল, Check Here

প্রকাশিত হল নার্সিং (ANM & GNM) -এ ভর্তির প্রবেশিকা পরীক্ষার ফল, Check Here


ANM & GNM


উচ্চ মাধ্যমিক পাস করার পর মেরিট দিয়ে নার্সিং-এ পড়ার দিন শেষ। এখন West Bengal Joint Entrance Examinations Board (WBJEEB) -র অধীনে প্রবেশিকা পরীক্ষায় পাশ করেই ANM & GNM কোর্সে ভর্তি হতে পারবে প্রার্থীরা। এবছরেই ANM & GNM কোর্সে ভর্তির প্রবেশিকা পরীক্ষা নিয়েছে West Bengal Joint Entrance Examinations Board (WBJEEB)।


এবছর প্রথমবার রাজ‍্যে নার্সিং (ANM & GNM) কোর্সে ভর্তির জন‍্য প্রবেশিকা পরীক্ষা অনুষ্ঠিত হয় WEST BENGAL JOONT ENTRANCE বোর্ডের অধীনে। আজ প্রকাশিত হয়েছে সেই পরীক্ষার ফল।


ফলাফল জানতে ক্লিক করুন ডিরেক্ট লিঙ্ক: CLICK HERE


নীচের পদ্ধতি ফলো করে জানতে পারবেন ফলাফল: 

প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট CLICK HERE  -এ ক্লিক করুন 

এরপর, অ্যাপলিকেশন আইডি, জন্ম তারিখ ও সিকিউরিটি পিন দিয়ে সাবমিট করুন

এরপরেই আপনাকে আপনার ফল দেখাবে। 


করোনা আবহে গত ২২শে অগাস্ট রাজ‍্যজুড়ে পালিত হয় এই পরীক্ষা। 



রাজ্যে বিভিন্ন সরকারি নার্সিং কলেজে ভর্তির ক্ষেত্রে West Bengal Joint Entrance Examinations Board (WBJEEB) -র অধীনে প্রবেশিকা পরীক্ষা হয় আগামী ২২শে অগাস্ট ২০২১। গত ১৫ই মার্চ ২০২১ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল।




West Bengal Joint Entrance Examinations Board (WBJEEB) -বিজ্ঞপ্তি দিয়ে এর আগে জানিয়েছে, প্রচুর ছাত্র আবেদন করেছে। তাই করোনা বিধি মেনে হয় পরীক্ষা। করোনা সংক্রমণের জের দুই শিফটে হয় পরীক্ষা। প্রথম শিফট ১১ টা থেকে ১২টা ৩০ পর্যন্ত, দ্বিতীয় শিফট ২টা থেকে ৩টা ৩০ পর্যন্ত।



একটি মন্তব্য পোস্ট করুন

3 মন্তব্যসমূহ

thanks