ইঞ্জিনিয়ার হতে চাইলে পড়তে হবে রামায়ণ,মহাভারত, রামচরিত মানস
ইঞ্জিনিয়ার হতে চাইলে এখন থেকে পড়তে হবে ভগবান শ্রী রামের চরিত্র ও তাঁর সমসাময়িক কাজ।
বিজেপি শাসিত মধ্যপ্রদেশের উচ্চ শিক্ষামন্ত্রী মোহন যাদব (Mohan Yadav) দাবী করেন, ভগবানের রামের কাজ, মহাভারতের শিক্ষা এখনকার ইঞ্জিনিয়ারিং কোর্সের পক্ষে খুব প্রয়োজনীয়। তাই ইঞ্জিনিয়ারিংয়ের সিলেবাসে রামায়ণ-মহাভারতকে জায়গা দেওয়া হল বলে তিনি জানান।
এখনকার ইঞ্জিনিয়ারিং কোর্সের পক্ষে খুব প্রয়োজনীয় বলেই মধ্যপ্রদেশে (Madhya Pradesh) ইঞ্জিনিয়ারিং সিলেবাসে অন্তর্ভুক্ত করা হল রামায়ণ, মহাভারত, রামচরিত মানস।
এই ঘোষণার পরই, ট্যুইটারে নানারকম প্রতিক্রিয়া দেখা যায়। কেউ কেউ শিক্ষা বোর্ডের সিদ্ধান্তের প্রশংসা করে মত প্রকাশ করেন, দেশের তরুণদের মহাভারত এবং রামায়ণ পড়তে উৎসাহিত করবে এই পদক্ষেপ। অন্যরা প্রশ্ন তোলেন, দুটি মহাকাব্য পড়ে ইঞ্জিনিয়ারদের কর্মজীবনে কী কাজে লাগবে। কেউ কেউ আবার বলেন, বই পড়া, না পড়া ব্যক্তিগত ইচ্ছের বিষয়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊