স্বাধীনতা দিবসে উত্তাল ব্রাজিল- প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে মুখর
মঙ্গলবার ছিল ব্রাজিলের স্বাধীনতা দিবস। এই স্বাধীন্তা দিবসের আনন্দঘন মুহূর্তেই প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে মুখর  হয়ে উঠলো রাজধানী ছাড়াও সাও পাওলো, রিও ডি জেনেরিওর মতো বড় শহগুলো।
বলসোনারোর সমর্থকদের ঠেকাতে ব্রাসিলিয়ায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়। সুপ্রিম কোর্ট এবং কংগ্রেসের বাইরে ছিলো কড়া প্রহরা।
এদিকে ক্ষমতা পাকাপোক্ত করতে, সংবিধানে সংস্কার আনার ব্যাপারে সর্বোচ্চ আদালত এবং পার্লামেন্ট তাকে বাধাগ্রস্ত করছে- এমন অভিযোগ তুলেছেন খোদ প্রেসিডেন্ট। আশঙ্কা করা হচ্ছিলো, স্থাপনাগুলোয় হামলা চালাতে পারে তার সমর্থকরা।
অন্যদিকে করোনা মহামারি মোকাবেলায় ব্যর্থতা, অর্থমন্দা, বেকারত্বের জন্য প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করেন বিরোধীরা। সমাবেশে তারা বলসোনারোকে ‘গণহত্যাকারী’ হিসেবে আখ্যা দেন।



0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊