আর কতদিন লড়াই করবে চাকুরি প্রার্থীরা? ব্যবস্থা করুন, পর্ষদ সভাপতিকে হাইকোর্ট
হাইকোর্টের নির্দেশ মেনে সোমবার প্রাথমিকে ভুল প্রশ্ন মামলায় আদালতে হাজিরা দেন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য। গত ১০ সেপ্টেম্বর মানিক ভট্টাচার্যকে হাজিরার নির্দেশ দেয় আদালত। আর এর পরে নিয়োগপত্র হাতে পেয়েছেন মামলাকারীর নীলোৎপল গুছাইত। পর্ষদ সভাপতির এই দ্রুত পদক্ষেপে সন্তোষপ্রকাশ করেছে হাইকোর্ট। পাশাপাশি এদিন আদালত অবমাননার মামলা থেকে অব্যাহতি পেলেন তিনি।
হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন,'এটা নাগরিকের সঙ্গে নাগরিকের অহংবোধের লড়াই নয়। যাঁরা মামলা করছেন তাঁরা আপনার থেকে অনেক ছোট। আপনি তাদের পিতৃতুল্য। আপনি একটি আইনের কলেজের অধ্যক্ষ ছিলেন। এখানে অনেকেই আপনার ছাত্র। আদালত অবমাননার দায়ে আপনাকে ডেকে পাঠাতে হবে, এটা ভালো লাগে না।'
এদিন বিচারপতির নির্দেশ,'যোগ্য প্রার্থীদের চাকরির ব্যবস্থা করুন। এখন সম্ভব না হলে যে শূন্যপদগুলি তৈরি হবে আগামীতে সেখানে নিয়োগ করুন। চাকরিপ্রার্থীরা কতদিন আর লড়াই করবে? আপনার প্রচুর ক্ষমতার সাথে কতদিন লড়াই করতে পারবে ওরা?
আদালতে এদিন মানিক ভট্টাচার্য জানান,'এটা আমার দুর্ভাগ্য যে আমাকে আদালতের সামনে হাজিরা দিতে হচ্ছে। মামলাকারীর আমার সন্তানসম।'
সাংবাদিকদের তিনি বলেন, আদালতে বিষয়টির নিষ্পত্তি হয়েছে। আদালত খুশি। আমিও আদালত অবমাননার দায় থেকে মুক্ত হয়েছি।'
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊