Latest News

6/recent/ticker-posts

Ad Code

wb latest bengali news জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন প্রচুর শিশু, এটা কি শুধুই ঋতুকালিন জ্বর!

জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন প্রচুর শিশু, ঋতুকালিন জ্বর হলেও ঝুঁকি নিচ্ছি না বললেন OSD ডা.সুশান্ত রায়




জলপাইগুড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন এক শিশুর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়িতে। মঙ্গলবার সকালে মৃত্যু হয় কোচবিহার জেলার মেখলিগঞ্জের বাসিন্দা জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন ৬ বছরের ওই শিশুর। 

জ্বর নিয়ে ভর্তি ছিলো শিশুটি। সেই সঙ্গে একাধিক উপসর্গ ও ছিলো শরীরে। জেলা হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন ১০২ জন শিশু। 

এত পরিমাণ শিশু ভর্তি নিয়ে যদিও উত্তরবঙ্গের জনস্বাস্থ্যবিষয়ক ওএসডি ডক্টর সুশান্ত রায় জানান ঋতুকালীন জ্বর। প্রত্যেক বছরে এই সময়ে ভর্তি থাকে একাধিক শিশু। গত বছর বাদে আগের বছর গুলোতেও এরকম শিশু ভর্তি ছিল। তারপরও যেহেতু বর্তমানে করোনা পরিস্থিতি। তাই ঝুঁকি নিচ্ছি না। আমরা গতকাল মেডিকেল কলেজ থেকে বিশেষজ্ঞ টিম এনেছিলাম। পাশাপাশি বিভিন্ন পরীক্ষা নিরিক্ষা করা হচ্ছে।

এদিকে অজানা জ্বরে আক্রান্ত শিশুদের সঠিক চিকিৎসার উদ্যোগ নেবার দাবিতে স্মারক লিপি জমা দিলো জেলা কংগ্রেস। মঙ্গলবার দুপুরে কংগ্রেসের একটি প্রতিনিধি দল ভারপ্রাপ্ত জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জোতিষ চন্দ্র দাসের হাতে  স্মারকলিপিটি তারা তুলে দেন।

এছাড়াও তারা দাবি রাখেন শিশুদের অজানা রোগের সঠিক কারণ জেনে তাদের উপযুক্ত চিকিৎসা ব্যাবস্থা করতে হবে। জেলার অনেক মানুষ এখন ও ভ‍্যাকসিন থেকে বঞ্চিত যারা এখনো ও ভ‍্যাকসিন পায়নাই তাদের ভ‍্যাকসিন দেবার উদ্যোগ স্বাস্থ্য দপ্তরের নেবার দাবি তারা জানান।এই স্মারকলিপিতে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক চন্দন ঘোষ,অসিত তরফদার ,সুদীপ্ত মোহন্ত ,টাউন ব্লক কংগ্রেসের সদস্য বাপন সাহা প্রমূখ। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code