রাজ্যের মিড-ডে মিল রাঁধুনিদের জন্য নুন্যতম মজুরি ও অন্যান্য সুযোগ সুবিধার দাবিতে প্রয়োজনে আদালতে যাবার সিদ্ধান্ত
রায়গঞ্জ, উত্তর দিনাজপুর, ১৪ সেপ্টেম্বর, ২০২১: প্রবল উৎসাহের সাথে আজ সুভাষগঞ্জের বিদ্যাসাগর পাব্লিক স্কুলে অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ মিড-ডে মিল রাঁধুনি সমিতির রায়গঞ্জ ব্লক শাখার কনভেনশন।
অল ইন্ডিয়া শ্রমিক স্বরাজের অন্তর্ভুক্ত এই সংগঠনের আহ্বানে ব্লকের দুই শতআধিক মিড-ডে মিল রন্ধন কর্মীরা কনভেনশনে যোগ দেয়। অল ইন্ডিয়া শ্রমিক স্বরাজের রাজ্য নেতৃবৃন্দ কনভেনশনে উপস্থিত ছিলেন।
রাজ্য নেতৃত্বের সাথে জেলা ও ব্লক নেতৃত্ব বক্তব্য রাখেন। বক্তারা বলেন এই প্রকল্পে রন্ধন কর্মীদের অতি অল্প পারিশ্রমিকের বিনিময়ে কাজ করতে হয়। যদিও শিশু শিক্ষা ও পুষ্টির জন্য অতি প্রয়োজনীয় এই প্রকল্পে রন্ধন কর্মীরাই মূল দায়িত্ব পালন করেন, তা সত্ত্বেও তাদের কোন সম্মান, স্বীকৃতি ও অধিকার নেই। তাদের অবস্থা প্রায় মধ্যযুগীয় বেগার শ্রমিকের মত। আমাদের রাজ্যেও একই ছবি। মাসিক ১৫০০ টাকার বিনিময়ে তাদের দৈনিক ৬ ঘণ্টার ও বেশি কাজ করে যেতে হচ্ছে।
তাই, পশ্চিমবঙ্গ মিড-ডে মিল রাঁধুনি সমিতি সারা বাংলার রন্ধন কর্মীদের একত্রিত করে এই অব্যবস্থার প্রতিকারের জন্য আন্দোলনের ডাক দিয়েছে এবং নিন্মলিখিত দাবিগুলি জানাচ্ছে:
• মিড-ডে মিল রন্ধনকর্মীদের ভাতা রাজ্যের নুন্যত্তম মজুরি হারে দিতে হবে
• শুরু থেকে নুন্যতম মজুরি হারে ভাতা হিসেব করে, আজ অবধি বকেয়া পাওনা অবিলম্বে দিতে হবে
• সরকারী খরচে মিড-ডে মিল রন্ধনকর্মীদের জন্য স্বাস্থ্য বিমা/ ই এস আই-এর ব্যবস্থা করতে হবে
• সরকারী খরচে মিড-ডে মিল রন্ধনকর্মীদের জন্য জীবন বিমার ব্যবস্থা করতে হবে
• ৬০ (ষাট) বছর বয়সের পর মিড-ডে মিল রন্ধনকর্মীদের আজীবন নূন্যতম ২০০০ (দুই হাজার) টাকা অবসরকালীন মাসিক ভাতা (Pension) দিতে হবে
• অন্যথায় এককালীন নূন্যতম ৫০০০০০ (পাঁচ লাখ) টাকা দিতে হবে
• মহিলা মিড-ডে মিল রন্ধনকর্মীদের মাতৃত্বকালীন সবেতন ছুটি ও অন্যান্য সুবিধা দিতে হবে
• কেন্দ্রীয় সরকারের মিড-ডে মিল ডাইরেক্টর অনুমোদিত রাজ্যে ফাকা পড়ে থাকা মিড-ডে মিল রন্ধনকর্মীর সমস্ত শূন্য পদ অবিলম্বে পূর্ণ করতে হবে
• কর্মরত অবস্থা থেকে যে সমস্ত মিড-ডে মিল রন্ধনকর্মীদের অন্যায় ভাবে বরখাস্ত করা হয়েছে, অবিলম্বে তাঁদের বিনা শর্তে কাজে পুনর্বহাল করতে হবে
সম্প্রতি এলাহাবাদ উচ্চ আদালতের এক রায়ে রন্ধন কর্মীদের নুন্যতম মজুরির দাবি স্বীকৃতি পেয়েছে। তাই, রন্ধন কর্মীরা সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার অবিলম্বে তাদের এই দাবি মেনে না নিলে, তাঁরা আদালতের দরজায় যেতেও পিছপা হবে না।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊