সারদা মামলায় আত্মসমর্পন, অন্তর্বর্তী জামিন পেলেন কুনাল ঘোষ
সারদা মামলায় ইডির বিশেষ আদালতে আত্মসমর্পন কুনাল ঘোষের। অন্তর্বর্তী জামিন মঞ্জুর আদালতের। ইডি সূত্রে খবর, গত ২৭শে অগাস্ট কুণাল ঘোষ (Kunal Ghosh)ও তাঁর সংস্থার বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা পড়ে। আগামী ২০ই সেপ্টেম্বর তলব করা হয়েছে। কিন্তু তাঁর আগে নাটকীয় ভাবে আত্মসমর্পন করে জামিন নিলেন কুনাল ঘোষ।
২০ হাজার টাকার বন্ডে জামিন মঞ্জুর করে, তদন্তের স্বার্থে ইডি যখন ডাকবে, তখন ইডির আধিকারিকদের সঙ্গে দেখা করে সহযোগিতা করতে হবে বলেই জানায় আদালত। তৃণমূল রাজ্য সম্পাদক কুনাল ঘোষের জামিনের বিরোধিতা করা হয় ইডির তরফে। ‘প্রভাবশালী’ তত্ত্বে সওয়াল করেন ইডির আইনজীবী। অন্যদিকে সওয়াল করেন তাঁর আইনজীবী অয়ন চক্রবর্তী।
কুনালের আইনজীবীর সওয়াল তিনি প্রভাবশালী নন পরিচিত মুখ। প্রশ্ন তুলে বলা হয় আট বছর ধরে সহযোগিতা করা হচ্ছে জামিনের শর্ত মানবেন তিনি। তারপর জামিন মঞ্জুর করা হয়।
২০১৩-র নভেম্বরে সারদাকাণ্ডে গ্রেফতার হয়েছিলেন তৃণমূলের তৎকালীন রাজ্যসভার সাংসদ কুণাল ঘোষ৷ ২০১৬-র অক্টোবরে সেই মামলার অন্তর্বর্তী জামিন পান কুণাল।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊