Latest News

6/recent/ticker-posts

Ad Code

Bold লুকে Esha Gupta - উষ্ণতা ছড়ালো নেটপাড়া

Bold লুকে Esha Gupta - উষ্ণতা ছড়ালো নেটপাড়া 


Esha Gupta




প্রয়শই চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন বলিউড অভিনেত্রী এষা গুপ্তা (Esha Gupta)। প্রায়ই ইনস্টাগ্রামে বোল্ড ছবি পোস্ট করতে দেখা যায় এষাকে।




এশা গুপ্ত মনোটোন ব্রেলেট এবং কোমর-উচ্চ স্লিট স্কার্টে একদম হট লাগছে। এশা একটি নগ্ন রঙের ব্রেসলেট এবং স্কার্ট সেট পরেছিলেন, যা অনিশা গান্ধী স্টাইল করেছিলেন]।


এশা গুপ্তের সাজসজ্জা ডেট নাইটের জন্য সেরা ছবি। টাইট ব্রা-উপচে পড়ছে যৌবন। স্কার্ট-র কাটা অংশ দিয়ে বেড়িয়ে এসেছে তার হট পা।

Esha Gupta

২০০৭ সালে ফেমিনা মিস ইন্ডিয়া (Femina Miss India) প্রতিযোগিতা জিতে মডেলিং দুনিয়ায় যাত্রা শুরু করেছিলেন এষা। পরবর্তীকালে পা রাখেন বলিউডের ফিল্মি দুনিয়ায়।


Esha Gupta
২০১২ সালে ক্রাইম থ্রিলার 'জন্নত ২' (Jannat 2) তে অভিনয় করে ফিল্মফেয়ারে সেরা নবাগতা অভিনেত্রীর পুরস্কার জিতে নেন এষা।

Esha Gupta

পরবর্তীকালে হামসকলস (Humshakals, 2014), রাজ থ্রিডি (Raaz 3D, 2013), রুস্তম (Rustom , 2016), বদশাহ (Baadshaho, 2017), টোটাল ধামাল (Total Dhamaal, 2019) ছবিতে দেখা যায় এষাকে।
Esha Gupta


স্নানঘরে তোলা Selfie-র ছবি পোস্ট করে ভাইরাল হয়েছিলেন এষা গুপ্তা। ফের একবার চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন বলিউডের মডেল, অভিনেত্রী এষা গুপ্তা।

Esha Gupta

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code