পূজোয় অভাবী  ঘরে পৌঁছে যাবে 'দিদির উপহার'-নতুন প্রকল্প 


দিদির উপহার



আর বাকি মাত্র কয়েকটা দিন। তারপরেই বাঙালির ঘরে ঘরে উৎসব। উৎসবের মরশুমের আগে শুরু হয়েছে কেনাকাটা কিন্তু করোনায় আর্থিক সংকটের জের কেনাকাটায় পড়েছে ভাঁটা। আর তাই এবার পূজোয় অভাবীদের ঘরে ঘরে পূজোয় দিদির উপহার।



উৎসবের মরশুমে নতুন পোশাক না পাওয়ায় যেন মন খারাপ না হয় সে কথা মাথায় রেখে অভাবী পরিবারগুলিকে এবার পূজোর উপহার হিসেবে শাড়ি বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যার নাম দেওয়া হয়েছে 'পূজোয় দিদির উপহার'। 



ব্লকে ব্লকে অভাবী মহিলাদের হাতে তুলে দেওয়া হবে শাড়ি। ইতিমধ‍্যে শুরু হয়ে গিয়েছৈ তালিকা তৈরির কাজ। যদিও আনুষ্ঠানিক ভাবে এখনো কোনোকিছু ঘোষনা করেনি রাজ‍্য সরকার। বিনামূল্যে এই শাড়ি পাবেন মহিলারা।



মহিলাদের জন‍্য কন‍্যাশ্রী, রুপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক প্রকল্প এনেছে মমতা বন্দোপাধ‍্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকার। আর এবার পূজোয় শাড়ি উপহার। 



মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্তে আপ্লুত মহিলারা।