এবছরও পূজোয় কি অনুদান হিসেবে ৫০০০০ টাকা করে পাবে কমিটিগুলি?
আসছে বাঙালির প্রিয় উৎসব দূর্গোৎসব। খুশির মেজাজ বহাল। তবে করোনা সংকটে পাল্টে গেছে দুর্গাপূজোর চিত্র। যাইহোক, আসছে মা বছর পর তাই ইতিমধ্যে আনন্দে মেতেছে মানুষ। এদিকে গত বছর রাজ্য সরকারের তরফে প্রত্যেক পূজো কমিটিকে ৫০০০০ টাকা করে অনুদান দেওয়া হয়েছিল আর এবছরেও বহাল থাকছে সেই অনুদান। উল্লেখ্য, কয়েকবছর ধরে অনুদান দিয়ে আসছে রাজ্য সরকার।
করোনাকালে নেতাজী ইন্ডোরে পুজো আয়োজকদের সঙ্গে বৈঠকে রাজ্যে মুখ্যসচিব জানালেন, এবারও দুর্গাপুজো কমিটি পিছু ৫০ হাজার করে অনুদান দেবে রাজ্য। পাশাপাশি এবছরেও দমকল বা কলকাতা পুরসভা ও অন্যান্য পুর কর্তৃপক্ষ ও পঞ্চায়েতগুলি তাদের পরিষেবার জন্য অর্থ নেবে না। পুজো কমিটিগুলিকে বিদ্যুৎ ব্যয়ের অর্ধেক ছাড় দেওয়ার কথাও জানিয়েছেন মুখ্যসচিব।
মঙ্গলবার পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় পুজো কমিটি গুলোকে করোনা বিধি মানার অনুরোধ জানান। তিনি অর্থনীতিতে পুজোয় গুরুত্বের উল্লেখ করেন। মুখ্যমন্ত্রী একটি সমীক্ষার উল্লেখ করে জানিয়েছেন, পুজোকে কেন্দ্র করে প্রায় ৩২,৩৩৭ কোটি টাকার ব্যবসা হয়। এর থেকে সরকার জিএসটি বাবদ আয়ও করে। প্রচুর মানুষের উপার্জনও পুজোর সঙ্গে জড়িত।
এদিন মুখ্যমন্ত্রী পুজো কমিটি গুলিকে পুজো সুষ্ঠুভাবে করতে আহ্বান জানান। বলেন যে, ‘আগের বছরের মতো কোভিড বিধি মেনে পুজো করতে হবে। পুজো সুষ্ঠুভাবে করতে সরকার পদক্ষেপ নিয়েছে, নিশ্চিন্তে পুজো করুন।

3 মন্তব্যসমূহ
ভালো খবর।।
উত্তরমুছুনবাঙালির প্রিয় উৎসব বলে কথা 😍🙏🏻
উত্তরমুছুনNice post
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊