T20 World Cup: টি২০ বিশ্বকাপের জন্য দল ঘোষনা ভারতীয় ক্রিকেট বোর্ডের
অক্টোবর-নভেম্বরে বসতে চলেছে T20 World Cup -এর আসর। ভারতে টি২০ বিশ্বকাপ হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতির জেরে তা সড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে আরব আমিরশাহী ও ওমানে। যদিও আয়োজকের দায়িত্বে রয়েছে ভারতই। ১৭ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত চলবে টি-২০ বিশ্বকাপ। যেখানে দ্বিতীয় গ্রুপে রয়েছে ভারত। ভারতের সঙ্গে এই গ্রুপে রয়েছে পাকিস্তান, নিউজিল্যান্ড, আফগানিস্তান, রানার আপ গ্রুপ এ, উইনার গ্রুপ বি।
বিশ্বকাপের দল ঘোষনায় থাকলো বড় চমক। বেশ কয়েকবছর ধরে সুযোগ পেলেও যুযবেন্দ্র চাহাল বা কুলদীপ যাদব, কেউই সুযোগ পাননি দলে। বদলে রবিচন্দ্রন অশ্বিন, রাহুল চাহার ও রবিচন্দ্রন অশ্বিন দলে জায়গা পেয়েছেন। ব্যাটে ভরসা জোগানোর সুবাদে সূর্যকুমার যাদব ও ইশান কিশান দলে জায়গা পেলেন।
একঝলকে টি-২০ বিশ্বকাপের ভারতীয় দল-
বিরাট কোহলি (অধিনায়ক)
রোহিত শর্মা (সহ-অধিনায়ক)
কেএল রাহুল
সূর্যকুমার যাদব
ঋষভ পন্থ (উইকেটকিপার)
ইশান কিষান (উইকেটকিপার)
হার্দিক পাণ্ড্য
রবীন্দ্র জাদেজা
রাহুল চাহার
রবিচন্দ্রন অশ্বিন
অক্ষর প্যাটেল
বরুণ চক্রবর্তী
জসপ্রীত বুমরাহ
ভুবনেশ্বর কুমার
মহম্মদ সামি
স্ট্যান্ড বাই-
শ্রেয়স আইয়ার
শার্দুল ঠাকুর
দীপক চাহার।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊