Breaking News: তৃণমূলে যোগ দিলেন বাবুল সুপ্রিয়
আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় শনিবার তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। টিএমসির জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েনের উপস্থিতিতে এদিন তৃণমূলে যোগ দিলেন তিনি। আজ, ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে গিয়ে তৃণমূলে যোগদান করেন আসানসোলের সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী।।
মন্ত্রিত্ব হারানোর পরেই সোশ্যাল মিডিয়ায় বাবুল সুপ্রিয়ের পোস্ট ঘিরে তৈরি হয়েছিল জল্পনা। রাজনৈতিক মহল বাবুলের পোস্টকে 'অসন্তোষ' হিসেবে চিহ্নিত করেন। যদিও বাবুল সুপ্রিয় সেই দাবি উড়িয়ে দিয়েছেন। এরপর নতুন করে ফের বাড়ান জল্পনা। ট্যুইটারে মুকুল রায় তৃণমূল কংগ্রেসকে ফলো করেন বাবুল সুপ্রিয়। আর তারপরেই ফের জল্পনা। এই বিষয়ে মুখ খোলেননি বাবুল সুপ্রিয়।
মোদী মন্ত্রিসভার রদবদলের দিন রাষ্ট্রমন্ত্রীর পদ হাতছাড়া হয় বাবুলের। সেদিন বাবুল জানান, তাঁকে ইস্তফা দিতে বলা হয়েছে। ইস্তফার পর একাধিকবার দল ছাড়ার জল্পনা উস্কে আসছিল। প্রসঙ্গত, মন্ত্রিত্ব হারানোর পর সংবেদনার সুরে মুখ্যমন্ত্রী মমতাকে বলতে শোনা গিয়েছেল, আজ বাবুল-দেবশ্রীরা খারাপ হয়ে গেল! এত কিছুর পর তৃণমূলকে ফলো করায় বাবুলকে নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছিল। ৩১ জুলাই রাজনীতি ছাড়ার কথা ঘোষণা করেন বাবুল সুপ্রিয়।।
সেই জল্পনার অবসান ঘটিয়ে আজ তৃণমূলে যোগ দিলেন বাবুল।রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ভবানীপুরের ভোটের আগে বড় ধাক্কা খেল বিজেপি ।
1 মন্তব্যসমূহ
ক্ষমতার দৌড়।।
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊