IPL 2021: পয়েন্ট টেবিলে কোথায় কলকাতা? কতটা এগিয়ে প্লে অফের দৌড়ে ?





যতই দিন গড়াচ্ছে ততই জমে উঠছে আইপিএল ২০২১-র খেলা। একে একে ওঠানামা চলছে পয়েন্ট টেবিলে। প্লে অফে জায়গা নিশ্চিত করতে লড়াই চালিয়ে যাচ্ছে দলগুলি। প্লে অফে পৌঁছাতে নিরাপদ স্থানে রয়েছে দিল্লী ক‍্যাপিটালস ও চেন্নাই সুপার কিংস। অন‍্যদিকে প্লে অফ থেকে ইতিমধ‍্যে ছিটকে গেছে সানরাইজার্স হায়দ্রাবাদ।



আইপিএল ২০২১-এর পয়েন্ট টেবিল:-
চেন্নাই সুপার কিংস: 
১০ ম্যাচ 
১৬ পয়েন্ট  
নেট রান-রেট +১.০৬৯

দিল্লি ক্যাপিটালস: 
১০ ম্যাচে 
১৬ পয়েন্ট 
নেট রান-রেট +০.৭১১

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর:
৯ ম্যাচ 
১০ পয়েন্ট 
নেট রান-রেট -০.৭২০।

কলকাতা নাইট রাইডার্স: 
১০ ম্যাচ 
৮ পয়েন্ট  
নেট রান-রেট +০.৩২২

পঞ্জাব কিংস: 
১০ ম্যাচ 
৮ পয়েন্ট  
নেট রান-রেট -০.২৭১

মুম্বই ইন্ডিয়ান্স: 
৯ ম্যাচ 
৮ পয়েন্ট 
নেট রান-রেট -০.৩১০

রাজস্থান রয়্যালস: 
৯ ম্যাচ 
৮ পয়েন্ট  
নেট রান-রেট -০.৩১৯

সানরাইজার্স হায়দরাবাদ: 
৯ ম্যাচ 
২ পয়েন্ট 
নেট রান-রেট -০.৬৩৭



আজ কলকাতার বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম‍্যাচে জয় লাভ করে পয়েন্ট টেবিলের শীর্ষে ফের চেন্নাই সুপার কিংস। এদিকে এই মুহুর্তে চার নম্বরে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লী ক‍্যাপিটালস। প্রতিদিনের ম‍্যাচের পরেই পাল্টে যাচ্ছে অবস্থান। এখন দেখার শেষ চারে পৌঁছায় কোন কোন দল।