Latest News

6/recent/ticker-posts

Ad Code

ওকড়াবাড়ী অঞ্চলে অনাস্থা আনা ১২ পঞ্চায়েত সদস্যকে বহিষ্কার

ওকড়াবাড়ী অঞ্চলে অনাস্থা আনা ১২ পঞ্চায়েত সদস্যকে বহিষ্কার




কোচবিহার জেলার সিতাই বিধানসভার ওকড়াবাড়ী অঞ্চলে অনাস্থা আনা ১২ পঞ্চায়েত সদস্যকে বহিষ্কার করলো জেলা নেতৃত্ব। ওকড়াবাড়ী অঞ্চলে মোট ২২ জন পঞ্চায়েত সদস্য। কিছুদিন আগে ওকড়াবাড়ী অঞ্চলের প্রধান রেনুকা বিবির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে তৃণমূলেরই ১২ জন পঞ্চায়েত সদস্য। সেই মতোই ডাকা হয় তলবি সভা। কিন্তু পরে করোনা পরিস্থিতির জেরে সেই তলবি সভা বাতিল করা হয়। পরে ফের নতুন তারিখ নির্ধারিত হলে তাও বাতিল হয় অবশেষে ফের ৯ই সেপ্টেম্বর অনাস্থা বিষয়ক তলবি সভা ওকড়াবাড়ীতে। আর তাঁর আগে ১২ জন পঞ্চায়েত সদস্যকে দল থেকে বহিষ্কার করলো তৃনমূল।


দলের নির্দেশ অমান্য করে ওকড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতে যে ১২ জন সদস্য অনাস্থা এনেছে তাদের দল থেকে বহিষ্কার করার কথা সাংবাদিক বৈঠক করে জানালো নেতৃত্ব। বুধবার সন্ধ্যায় দিনহাটার সুভাষ ভবনে তৃণমূলের জেলা চেয়ারম্যান উদয়ন গুহ, প্রাক্তন জেলা সভাপতি পার্থ প্রতিম রায় সাংবাদিক বৈঠক করে অনাস্থার পক্ষে থাকা পঞ্চায়েত সদস্যদের বহিষ্কারের কথা জানান। দলের দিনহাটা এক ব্লক সভাপতি সঞ্জয় বর্মণ, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নুর আলম হোসেন, ব্লক সম্পাদক আবুয়াল আজাদ কে পাশে বসিয়ে তৃণমূল চেয়ারম্যান উদয়ন গুহ এই সাংবাদিক বৈঠক করেন।



তৃণমূলের জেলা চেয়ারম্যান উদয়ন গুহ এদিন বলেন, 'গিতালদহ, ওকড়াবাড়ি ও নাজিরহাটে অনাস্থা প্রস্তাব আনা হয়েছে। গিতালদহ, নাজিরহাট থেকে সাড়া পেলেও ওকড়াবাড়ী থেকে কোনও সাড়া পাওয়া যায়নি। তাই সেই ১২ জন পঞ্চায়েত সদস্যকে দল বহিষ্কার করলো।'

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code