শাহরুখকন্যা সুহানাও এবার নাম লেখাতে যাচ্ছেন বলিউড দুনিয়ায়

Suhana Khan
pic source Suhana Khan insta



স্টারকিড হিসেবে এরইমধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছেন বলিউড বাদশা শাহরুখ খানের মেয়ে সুহানা খান। মাঝে মাঝেই চলে আসেন খবরের শিরোনামে।

Suhana Khan
pic source Suhana Khan insta



ইতিমধ্যে সামাজিক মাধ্যমে অসংখ্য ফ্যান-ফলোয়ারও তৈরি হয়েছে তার। বলিউডের অনেক তারকার ছেলেমেয়ের মতো শাহরুখকন্যা সুহানাও এবার নাম লেখাতে যাচ্ছেন বলিউড দুনিয়ায়।

Suhana Khan
pic source Suhana Khan insta



সম্প্রতি গুঞ্জন ছড়িয়েছে, নির্মাতা জোয়া আখতারের হাত ধরে বলিউডে অভিষেক হতে চলেছে সুহানার। যেখানে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন শাহরুখ কন্যা। আর সিনেমাটি মুক্তি পাবে নেটফ্লিক্সে।

জানাগিয়েছে বেশ কয়েকজন তরুণ তারকাকে নিয়ে জোয়া বিখ্যাত কমিকস ‘আর্চি’র সিনেম্যাটিক ভার্সন নির্মাণ করতে যাচ্ছেন ।

Suhana Khan
pic source Suhana Khan insta



উল্লেখ্য, লন্ডনের আর্ডিংলি কলেজ থেকে স্নাতক শেষ করেছেন সুহানা। দুই বছর আগেই মঞ্চ নাটকের মাধ্যমে অভিনয় জগতে প্রকাশ ঘটে তার। এছাড়া ইংরেজি ভাষার স্বল্পদৈর্ঘ্যে সিনেমা ‘দ্য গ্রে পার্ট অব ব্লু’তে অভিনয় করেও নজর কেড়েছেন। এবার দেখার অপেক্ষায় বলিউডে কীভাবে নজর কাড়বেন সুহানা।