পশ্চিমবঙ্গের কোভিড পরিস্থিতি 'সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে', কমিশনকে উপনির্বাচন ঘোষণার আহ্বান মমতার 





পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার নির্বাচন কমিশনকে রাজ্যে উপনির্বাচন ঘোষণার আহ্বান জানিয়েছেন। সংবাদমাধ্যমে, তৃণমূল কংগ্রেস সুপ্রিমো বলেন, “পশ্চিমবঙ্গে কোভিড পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। জনগণের ভোট দেওয়ার এবং বিধানসভায় নির্বাচিত হওয়ার অধিকার রয়েছে। নির্বাচন কমিশনকে অবশ্যই উপনির্বাচনের ঘোষণা দিতে হবে কারণ আমাদের মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব করা উচিত নয়।



সরকার এর আগে পশ্চিমবঙ্গে কোভিড-সংক্রান্ত বিধিনিষেধ 30 আগস্ট পর্যন্ত বাড়িয়েছিল রাতের সময় সীমাবদ্ধতা শিথিল করে। “বাংলায় কোভিড পরিস্থিতি বেশ ভালো কিন্তু তৃতীয় তরঙ্গের বিপদ এখনও লুকিয়ে আছে। এটি একটি কারণ তাই আমরা লোকাল ট্রেনগুলিকে অনুমতি দিইনি, ”একটি সংবাদ সম্মেলনে বন্দ্যোপাধ্যায় বলেন।


এদিকে রাজ্যে একুশের বিধানসভা নির্বাচনের পর তৃতীয়বার ক্ষমতায় ফিরেছে তৃনমূল কংগ্রেস। তৃতীয়বার মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু একুশের বিধানসভায় নন্দীগ্রাম থেকে জয়লাভ করতে পারেননি তিনি। ফলে মুখ্যমন্ত্রী পদে বসলেও ৬ মাসের মধ্যে উপনির্বাচনে জয় পেতে হবে। এদিকে অর্থমন্ত্রী অমিত মিত্রও এবার নির্বাচনে লড়েননি। কিন্তু তিনি অর্থমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। এছাড়াও বেশ কিছু আসন রয়েছে। সব মিলিয়ে যে কয়েকটি আসনে উপনির্বাচন দরকার সেই কয়েকটি আসনে নির্বাচন করানোর আহ্বান জানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়।