Latest News

6/recent/ticker-posts

Ad Code

অপসারিত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস, নতুন সভাপতি হচ্ছেন চিরঞ্জীব ভট্টাচার্য

অপসারিত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস, নতুন সভাপতি হচ্ছেন চিরঞ্জীব ভট্টাচার্য




অপসারিত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস, নতুন সভাপতি হচ্ছেন চিরঞ্জীব ভট্টাচার্য। চিরঞ্জীব ভট্টাচার্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য। তাঁর কাছে নিয়োগপত্রও পৌঁছে গিয়েছে বলে সূত্রের খবর।


উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বিতর্কের জের অপসারিত করা হল তাকে বলেই মনে করা হচ্ছে। যদিও মহুয়া দাসের এই অপসারণের কারণ সম্পর্কে স্পষ্ট কোনও কারণ জানানো হয়নি। সরকারি সূত্রের বক্তব্য, এটি রুটিন বদলি।


কিছুদিন আগেই প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিকের ফল। পাসের হার ছিল ৯৭.৬৯ শতাংশ।সাংবাদিক বৈঠকে সভাপতি মহুয়া দাস বলেন এ বছর উচ্চমাধ‍্যমিক পরীক্ষা দিয়েছিল ৮ লক্ষ ১৯ হাজার ২০২ জন। তার মধ্যে পাশ করেছে ৯৭.৬৯ শতাংশ ছাত্রছাত্রী। এর মধ‍্যে ছেলেদের পাসের হার ৯৭.৭০ শতাংশ। মেয়েদের পাসের হারও প্রায় সমান। রাজ্যের সমস্ত জেলায় পাসের হার ৯০ শতাংশ ও তার বেশি। মাইনরিটিদের পাসের হার ৯৭.৪৬ শতাংশ। তফসিলি জাতি ও উপজাতিদের ক্ষেত্রে পাসের হার ৯৭.৩৩ শতাংশ। এছাড়া প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে ৩ লক্ষ ১৯ হাজার ৩২৭ জন ছাত্রছাত্রী। যদিও পরে সরকারের পদক্ষেপে সকলকেই পাশ করানো হয় উচ্চ মাধ্যমিকে। 


কিন্তু ফল প্রকাশের সময় মহুয়া দাসের ঘোষণা নিয়ে তৈরি হয় বিতর্ক।সাংবাদিক বৈঠকে প্রথম স্থানাধিকারীকে সংখ্যালঘু সম্প্রদায়ের বলেও উল্লেখ করা হয়। ফলাফল প্রকাশের সময় মহুয়া দাস বলেছিলেন, 'যিনি সর্বোচ্চ নম্বর পেয়েছেন, একা। এককভাবে সর্বোচ্চ নম্বর পেয়েছেন। কোনও র‍্যাংক বলছি না, সর্বোচ্চ নম্বর। সর্বোচ্চ নম্বর এককভাবে পেয়েছেন একজন মুসলিম কন্যা। মুসলিম। মুর্শিদাবাদ জেলা থেকে একজন মুসলিম লেডি, গার্ল। তিনি এককভাবে ৪৯৯ সর্বোচ্চ নম্বর পেয়েছেন।' আর এই মন্তব্য ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক।


যদিও পরে সাফাই দিয়ে মহুয়া দাস জানান, 'সংসদের ইতিহাসে প্রথমবার এরকম ভালো রেজাল্ট কেউ করেছে। ওঁর কথা বলার সময় আবেগের বশে বেগম রোকেয়ার কথা মনে করছিলাম, যিনি এরকম একইভাবে লেখাপড়ায় ভালো এবং সাধারণ ঘরানা থেকে উঠে এসেছিলেন। সেই ভিত্তিতে সাংবাদিকদের তথ্য জানানোর সময় তাদের বুঝতে সুবিধার জন্য তথ্য হিসেবে বিষয়টা উল্লেখ করেছি। মেয়েটি শিক্ষার রত্ন, তাঁর গৌরব যাতে সংসদ সবার মধ্যে ভাগ করে নিতে পারে, সেই অভিপ্রায় থেকেই ওভাবে কথাগুলো বলেছিলাম।'



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code