গরমে নাজেহাল উত্তর, বৃষ্টিতে ভাসছে দক্ষিণ- কবে আসবে ভারী বৃষ্টি উত্তরে?

weather today



শুক্রবারও সকাল থেকেই আকাশের মুখভার ছিল দক্ষিনবঙ্গে। তবে আবহাওয়া রিপোর্ট (West Bengal Weather Update)বলছে সকালের দিকে আকাশ কালো করে বৃষ্টির পরিস্থিতি(Rain Situation) থাকলেও বেলা বাড়তেই পরিস্থিতির অনেকটাই উন্নতি হতে চলেছে। দুপুরের দিকে কোনও কোনও জায়গায় বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে(South Bengal)। শুক্রবার সকালের মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে তিন জেলায়।

weather today



একইসাথে আবহাওয়া দফতর (weather office) জানিয়েছে, উত্তরবঙ্গে(North Bengal) সপ্তাহের শেষে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আজথেকে আগামী তিনদিনে মাঝারি এবং বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলায়।


৬ আগস্ট ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগণা, দুই বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। ৭ আগস্ট গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সবকটি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ৮ আগস্ট জলপাইগুড়ি, এবং দার্জিলিং জেলার বিভিন্ন স্থানে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর।

weather today



৯ আগস্ট থেকে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং সহ বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাতের সাথে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে।