#monsoon  উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টি, দক্ষিনে গরমের পূর্বাভাস 


আবহাওয়া দপ্তরের তরফে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 


মঙ্গলবার জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই তিন জেলায় অতি ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাতেও মাঝারি থেকে ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।


এদিকে বৃষ্টি শেষে দক্ষিনবঙ্গে রয়েছে গরমের পূর্বাভাস। আবহাওয়া দপ্তরের থেকে পাওয়া রিপোর্ট অনুসারে সপ্তাহের শুরু থেকেই বাড়বে গরম। অস্বস্তিকর আবহাওয়া থাকবে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে। কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে।